ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫
English
বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫, ২২ জ্যৈষ্ঠ ১৪৩২

অদম্য মেধাবী ঐতির পাশে বন্ধুজন ও সিডব্লিওএফ

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৪:২৭ পিএম
আপডেট: ২৭ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম
অদম্য মেধাবী ঐতির পাশে বন্ধুজন ও সিডব্লিওএফ
অদম্য মেধাবী ঐতির হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন

যদি লক্ষ্য অটুট থাকে তাহলে কোনো বাধা থামাতে পারে না কাউকে। এমনই দৃষ্টান্ত দেখিয়েছে ঐতি রায়। সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আলোকিত হওয়ার পথে এগিয়ে চলছে ঐতি। চোখের আলো নেই, তবে মনের আলোয় জীবনযুদ্ধে জয়ী হওয়ার স্বপ্নে এগিয়ে চলা দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে।

মায়ের শ্রুতিলিখন ও পঠনের সহায়তায় পড়ালেখা এবং একই এলাকার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয় ঐতি। বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৩৯ পেয়ে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে সে।

অদম্য মেধাবী এই ঐতির পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দৈনিক খবরের কাগজের পাঠক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’। বন্ধুজনের ‘অদম্য মেধাবী বৃত্তি’ কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়েছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (সিডব্লিওএফ)।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কক্ষে অদম্য মেধাবী ঐতির হাতে বন্ধুজন ও সিডব্লিওএফের আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন খবরের কাগজের বাগেরহাট জেলা প্রতিনিধি রিফাত আল মাহামুদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, ঐতির মা শংকরী রায় ও বাবা অনুপম রায়।

ঐতির বাবা অনুপম রায় বলেন, ‘আর্থিক সহযোগিতা করায় খবরের কাগজ বন্ধুজনকে ধন্যবাদ জানাই। আমার মেয়ে জন্ম থেকে দৃষ্টিহীন। সে এসএসসিতে ভালো রেজাল্ট করবে ভাবতে পারিনি। ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি খুবই আগ্রহ ছিল তার। আমরা তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই।’ ঐতি মোংলা কলেজে ভর্তির জন্য আবেদন করেছে বলে জানান তার বাবা।

তিনি জানান, একমাত্র মেয়েকে তার মা প্রথমে শ্রুতিলিখনের মাধ্যমে বাড়িতে পড়ালেখা শেখান। এভাবে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে। পরীক্ষা হলে ঐতি মুখস্থ বলত আর একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিজয়া হালদার তা পরীক্ষার খাতায় লিখত। এভাবে সে এসএসসি পরীক্ষা দিয়েছে।

ঐতির মা বলেন, ‘ছোটবেলা থেকে ঐতির পড়াশোনার আগ্রহ দেখে তাকে স্কুলে নিয়ে যেতাম। এখন সে এসএসসি পরীক্ষা দিয়ে ভালোভাবে পাস করেছে। আমরা ভীষণ খুশি। স্রষ্টার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন ও দৈনিক খবরের কাগজকে। আমার মেয়ের লেখাপড়া চালিয়ে নিতে আর্থিক সহযোগিতা করেছেন বলে।’

আরও পড়ুন : দৃষ্টিহীনতা বাধা হতে পারেনি অদম্য মেধাবী ঐতির

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন খবরের কাগজ বন্ধুজন-এর এমন উদ্যোগকে ম্বাগত জানিয়ে বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন দৃষ্টিহীন অদম্য মেধাবী ঐতিকে আর্থিক সহযোগিতা করেছে। এতে একদিকে ঐতির আর্থিক সহযোগিতা হলো, অন্যদিকে তার পড়াশোনার প্রতি আগ্রহও বাড়ল।’ জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঐতিকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

খবরের কাগজ বন্ধুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঐতি রায় বলে, ‘খবরের কাগজ বন্ধুজন আমাকে যে আর্থিক সহযোগিতা করেছে, তা আমার ইচ্ছাকে আরও বাড়িয়ে দিল। এই সহযোগিতা আমার স্বপ্ন পূরণের প্রেরণা।’

ঐতি আরও বলে, ‘জন্ম থেকে আমি দৃষ্টিহীন। কিন্তু পড়ালেখা করার খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছে থেকেই এসএসসি পাস করেছি। পড়াশোনার কাজে মা আমাকে সহযোগিতা না করলে আজ এ পর্যন্ত আসতে পারতাম না। মা পাশে বসে রিডিং পড়ত, আমি সেটা মুখস্থ করতাম। এভাবেই লেখাপড়া চালিয়ে এসেছি।’ পড়াশোনা শেষ করে সরকারি চাকরি এবং আবৃত্তির শিক্ষক হওয়ার স্বপ্ন তার।

রিফাত/সালমান/

 

সাতক্ষীরায় বারসিক-এসডি হাসপাতাল ও খবরের কাগজ এর আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:১৬ পিএম
সাতক্ষীরায় বারসিক-এসডি হাসপাতাল ও খবরের কাগজ এর আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প
সাতক্ষীরায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), সাতক্ষীরা এসডি হাসপাতাল এবং মিডিয়া পার্টনার খবরের কাগজ-এর যৌথ আয়োজনে নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। 

সোমবার (২৬ মে) সাতক্ষীরা পৌরসভার কামালনগর মালেকপাড়ায় আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়। 

ক্যাম্পে সাতক্ষীরা এসডি হাসপাতালের আরএমও ডা. প্রদীপন কুমার চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।  

জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে এই নিম্নআয়ের মানুষরা গ্রাম থেকে সবকিছু হারিয়ে শহরে আসতে বাধ্য হয়েছেন। শহরে এসেও তারা মানবেতর জীবনযাপন করছেন। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন এবং জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে। তাপপ্রবাহের কারণে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এ স্বাস্থ্যসেবা ক্যাম্প কিছুটা হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট মুজাহিদুল ইসলাম, খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাত জাকির, বন্ধুজন সাতক্ষীরার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আন্নিষা, সদস্য সোনামণি আক্তার বৃষ্টি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য মোনাইমু, সিফাত হোসেন, ফরিদ গাজী প্রমুখ। 

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, ‘জনসংখ্যা বিবেচনায় আমাদের দেশে চিকিৎসাসেবা খুবই অপ্রতুল। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত নগরের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিতে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’ 


 

সাতক্ষীরা বন্ধুজনের সদস্য সোনামণি আক্তার বৃষ্টি বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রের চিকিৎসাব্যবস্থা একদিকে যেমন সীমিত, অন্যদিকে পরিবেশদূষণ এখানকার শিশুদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই আয়োজন তাদের জন্য কিছুটা হলেও উপকার করবে।’ 

বিউটি খাতুন নামে একজন নারী চিকিৎসাসেবা পেয়ে বলেন, ‘আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।’

জাকির/পপি/

দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট: ১৫ মে ২০২৫, ০৮:২৩ পিএম
দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন বন্ধুজন এর কর্মপরিকল্পনা বিষয়ক সভা। ছবি: খবরের কাগজ

খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন বন্ধুজন এর কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে খবরের কাগজ এর দিনাজপুর অফিসে বন্ধুজন-এর কর্মপরিকল্পনা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর বন্ধুজন এর প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হবিবর রহমানের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বন্ধুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিত হাসান।

সভায় বন্ধুজন-এর সদস্যরা কী কী কাজ করবে সে বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ গ্রহণ করা হয়। বন্ধুজন-এর প্রধান উপদেষ্টা  হবিবর রহমান সদস্যদের বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, যৌতুককে না বলুন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, হতদরিদ্র মানুষের সহযোগিতা প্রদানসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন বন্ধুজন-এর উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী, খবরের কাগজের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, বন্ধুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মারুফ ইফতি, ক্রীড়া সম্পাদক মুন্না ইসলাম, দপ্তর সম্পাদক মো. পারভেজ, পরিবেশ ও দুর্যোগ সম্পাদক সোহাগ বাবু, নারী বিষয়ক সম্পাদক আরজনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক খোদাবক্স তনু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মৌ আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আফরিন, নির্বাহী সদস্য রমজানুল মোবারক শাহীন, মোসা. রুনা আক্তার, রণামিকা রিমু, মকসিল মিনার ও প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।

বন্ধুজন-এর দিনাজপুর জেলা কমিটি গঠিত

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পিএম
বন্ধুজন-এর দিনাজপুর জেলা কমিটি গঠিত
ছবি: খবরের কাগজ

একঝাঁক কর্মচঞ্চল ও স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন তরুণ-তরুণীকে নিয়ে জনপ্রিয় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ২টায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে দৈনিক খবরের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের উদ্যোগে দিনাজপুর বন্ধুজন এর প্রধান উপদেষ্টা প্রভাষক হবিবুর রহমান এ জেলা কমিটি ঘোষণা করেন।

দুপুরের পর থেকেই বন্ধুজন এর ফরম পূরণকারী দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আদর্শ মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন। উপস্থিত ফরম পূরণকারীদের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে বন্ধুজন এর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরে সবার সম্মতিক্রমে নির্বাহী কমিটির ২৫ সদস্য উপদেষ্টা কমিটি অনুমোদন করেন।

জেলা কমিটির সভাপতি হিসেবে রাকিব হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে সাবিত হাসানের নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন প্রভাষক হবিবুর রহমান, ডা. রবিউল আলম, মীর শিরিন, প্রভাষক নূরে আলম সিদ্দিক।

জেলা কমিটি অনুমোদনের পর বন্ধুজন-এর কেন্দ্রীয় সভাপতি ও খবরের কাগজের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, বন্ধুজন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা দিনাজপুর জেলা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, ‘বন্ধুজনের সদস্যরা একে অপরের পাশে থেকে সমাজের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য সব সদস্যকে নিয়ে এগিয়ে যাব আমরা।’

দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা প্রভাষক হবিবুর রহমান বলেন, ‘দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন বন্ধুজন জেলা কমিটিতে জেলার বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্যম, কর্মস্পৃহা অফুরান। সমাজ গঠনের ইতিবাচক কাজের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

সিফাত/

বৃদ্ধাশ্রমে প্রবীণদের মাঝে ফুটবলার সাবিনার ইফতারসামগ্রী বিতরণ

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:২৫ পিএম
বৃদ্ধাশ্রমে প্রবীণদের মাঝে ফুটবলার সাবিনার ইফতারসামগ্রী বিতরণ
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাবিনা খাতুনের পক্ষ থেকে শহরের মেহেদীবাগ এলাকায় প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) ইফতারসামগ্রী বিতরণ করা হয়

বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রবীণদের মাঝে ইফতারসামগ্যী বিতরণ করেছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও দৈনিক খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাবিনা খাতুন। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সাবিনা খাতুনের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) প্রবীণদের মাঝে এ ইফতারসামগ্রী বিতরণ করেন বন্ধুজন সাতক্ষীরার সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খবরের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা নাজমুল শাহাদাৎ জাকির, আবাসন কর্মকর্তা নজরুল ইসলাম, বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসুসহ আরও অনেকে।

এর আগে বন্ধুজন সাতক্ষীরার সদস্যরা বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রবীণদের সঙ্গে সময় কাটান, তাদের জীবনের অপ্রকাশিত গল্প শোনেন। পরে বৃদ্ধ ও অসহায় মানুষের কাছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাবিনা খাতুনসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চান। 

সাতক্ষীরা বন্ধুজনের সভাপতি অর্পণ বসু বলেন, বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলো পরিবারের সদস্যদের ছাড়া এখানে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন। এই মানুষগুলোর প্রত্যেকের এই বৃদ্ধাশ্রমে আসার পেছনে রয়েছে নির্মম সব গল্প। প্রতিটি গল্প যে-কারও অন্তরকে বিগলিত করবে, জীবনের সেই নির্মম বাস্তবতাগুলো তাদের কাছ থেকে শুনতে গেলে চোখ ভিজে যায়। এই প্রবীণদের যেকোনো প্রয়োজনে সহায়তার হাত বাড়ান সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা সাবিনা খাতুন। এর অংশ হিসেবেই ফুটবলার সাবিনা খাতুনের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের প্রবীণদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন বন্ধুজন সাতক্ষীরার সদস্যরা। 

বন্ধুজন-লিডার্স-ন্যাপ্রি ফাউন্ডেশনের সহায়তায় উপকূলের নারীদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট: ১১ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম
বন্ধুজন-লিডার্স-ন্যাপ্রি ফাউন্ডেশনের সহায়তায় উপকূলের নারীদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন
বন্ধুজন ও ন্যাপ্রি ফাউন্ডেশনের সহায়তায় কিশোরীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। ছবি: খবরের কাগজ

পিরিয়ডের সময় সচেতনতার অভাবে নারীরা জরায়ু ক্যানসারসহ বিভিন্ন জটিল সমস্যার সম্মুখীন হন। গ্রামাঞ্চলে কিশোরী ও নারীরা পিরিয়ডের সময়ে নোংরা কাপড় ব্যবহার করে থাকেন। এ সময় পরিষ্কার কাপড় ও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করলে নানা সমস্যা হতে পারে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখাসহ কিশোরীদের পিরিয়ডবিষয়ক সব তথ্য জানতে হবে। তাহলেই তাদের পথচলা সহজ হবে।

দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন ও বেসরকারি উন্নয়ন লিডার্সের সহায়তায় ন্যাপ্রি ফাউন্ডেশন আয়োজিত সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘সুস্থ প্রজনন ব্যবস্থার জন্য সুস্থ শরীর অপরিহার্য’ শীর্ষ ক্যাম্পেইনে এসব কথা বলা হয়। 

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগরের মুন্সিগঞ্জের ধানখালী এলাকার লিডার্স-এর কার্যালয়ে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলের দুই শতাধিক কিশোরী অংশ নেয়।

আয়োজনের শুরুতেই কিশোরীদের পিরিয়ডবিষয়ক বিভিন্ন সমস্যার এবং এসব সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। এরপর মুন্সিগঞ্জের শ্রীনগর, হাঁসাড়া ইউনিয়নের জনগণের সহযোগিতায় ন্যাপ্রি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত সৌজন্য উপহার হিসেবে কিশোরীদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।

ন্যাপ্রি ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসান রিমি বলেন, ‘নারীদের কথা ও স্বাস্থ্যের কথা ভেবেই এই অনুষ্ঠান। পিরিয়ড আমাদের কাছে এখন স্বাভাবিক আলোচনা নয়, কিন্তু এটিকে স্বাভাবিক করা উচিত।’ 

তিনি বলেন, ‘গ্রামাঞ্চলের বেশিরভাগ নারী মাসিক চলাকালে স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় বা তুলা ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

এ সময় ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকা বলেন, ‘সাতক্ষীরা উপকূলের প্রত্যান্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে ন্যাপ্রি ফাউন্ডেশন এমন উদ্যোগ নিয়েছে। আমরা চাই গ্রামঞ্চলের নারীরা সুস্থ জীবন যাপন করুক। সমাজে অনেক কিশোরী রয়েছে তারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। এ কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এসব বিষয়ে সচেতন করাই আমাদের লক্ষ্য। আমরা খবরের কাগজের একটি প্রতিবেদন দেখে এ অঞ্চলের নারীদের প্রজনন স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে জানতে পারি। পরে আমরা সিদ্ধান্ত নিই, আমরা এ অঞ্চলের নারীদের জন্য ক্যাম্পেইন করার। আমরা সারা দেশের মধ্যে আট নম্বর জেলা হিসেবে সাতক্ষীরার শ্যামনগরকে বেছে নিয়ে আজ এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। এমন ক্যাম্পেই ও স্যানিটারি ন্যাপকিন বিতরণের ধারাবাহিকতা বজায় থাকবে।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা ও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাপ্রি ফাউন্ডেশনের এ ক্যাম্পেইন অসাধারণ একটি উদ্যোগ উল্লেখ করে বলেন, ‘মেয়েদেরকে পিরিয়ডবিষয়ক সব তথ্য জানতে হবে। তাহলেই মেয়েদের পথচলা সহজ হবে।’ 

খবরের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহন কুমার মন্ডল। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকার মা অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম, ন্যাপ্রি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাদিয়া সুলতানা প্রিয়াংকা, সাধারণ সম্পাদক নুরুননাহার, সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসান রিমি, সাতক্ষীরা বন্ধুজনের সভাপতি অর্পণ বসু, সাধারণ সম্পাদক রাফাত ইয়াছির রাকিব, শ্যামনগর বন্ধুজনের সভাপতি হাসানুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাদি প্রমুখ।

আয়োজনে সহযোগিতা করেন লিডার্স এবং খবরের কাগজ বন্ধুজনের সাতক্ষীরা জেলা ও শ্যামনগর উপজেলার বন্ধুরা।

শাহাজান/পপি/অমিয়/