ঢাকা ১ আশ্বিন ১৪৩১, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে বন্ধুজনের বৃক্ষরোপণ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১০:১৬ পিএম
বরিশালে বন্ধুজনের বৃক্ষরোপণ
বিএম স্কুল প্রাঙ্গণে খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়। ছবি : খবরের কাগজ

বরিশালে খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বরিশালের সহায়তায় ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয় (বিএম স্কুল) প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

বিদ্যালয় আঙিনায় গাছ লাগানোর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএম স্কুলের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ। তিনি বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকে পেয়ে থাকি। এ ছাড়া গাছ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। তাই গাছ আমাদের পরম বন্ধু। তাই পরিবেশ সমুন্নত রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ করতে হবে। 

তিনি খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খবরের কাগজের বন্ধুজন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে যা নিঃসন্দেহে মানবিক এবং পরিবেশবান্ধব। তাদের মানবিক এবং পরিবেশবান্ধব কাজগুলো যেন সারা দেশে ছড়িয়ে পড়ে এই প্রত্যাশা করি।’

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, খবরের কাগজের দক্ষিণাঞ্চলীয় উপদেষ্টা অরূপ তালুকদার, বিএম স্কুলের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন তালুকদার, খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক মঈনুল ইসলাম সবুজ ও স্কুলের শিক্ষার্থীরা।

 

বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে খবরের কাগজ বন্ধুজনের আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে খবরের কাগজ বন্ধুজনের আর্থিক সহায়তা
চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বন্ধুজন চট্টগ্রাম। ছবি : খবরের কাগজ

খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে বন্যাদুর্গতদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে অর্ধশতাধিক পরিবারকে আর্থিক সহায়তা দেয় বন্ধুজন চট্টগ্রাম। বন্যায় বসতবাড়ি ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয় খবরের কাগজ বন্ধুজনের পক্ষ থেকে। আজ সকাল থেকে দিনব্যাপী চলে এ কার্যক্রম। 

এ সময় খবরের কাগজ চট্টগ্রামের ব্যুরোপ্রধান এস এম ইফতেখারুল ইসলাম, স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি শহিদুল আলম, মোহাম্মদ সালাউদ্দীন ও মোহাম্মদ এনাম সঙ্গে ছিলেন। 

এ ব্যাপারে খবরের কাগজ চট্টগ্রামের ব্যুরো চিফ এস এম ইফতেখারুল ইসলাম বলেন, ‘ফটিকছড়ির শতাধিক গ্রাম বন্যাকবলিত ছিল। ৫ থেকে ৭ দিন পানিবন্দি হয়ে পড়েন এলাকাবাসীরা। কয়েক হাজার ঘর-বাড়ি পানিতে ধ্বংস হয়েছে। অনেকে স্বজন হারিয়েছেন। আমরা বহুল প্রচারিত জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার বন্ধুজনের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়েছি। যাতে তারা ঘরদোয়ার মেরামত করতে পারেন এবং পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে পারেন। আমাদের এই মানবসেবা আগামীতেও অব্যাহত থাকবে। যারা বন্ধুজনের হাতে হাত রেখে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

উপজেলার সুন্দরপুরে বিদ্যুতায়িত হয়ে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবক রমজান আলী (৩০)। তার মাকে আর্থিক সহায়তা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ‘আপনারা অনেক দূর থেকে আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। আপনাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। এই বন্যা আমার ছেলেকে কেড়ে নিয়েছে। তার বাবাও মারা গেছেন অনেক দিন আগে। আমার আর বাঁচার কোনো অবলম্বন নেই। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সুন্দরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ সালাউদ্দিন খবরের কাগজকে বলেন, ‘বন্যাদুর্গতদের বাড়িঘর মেরামতের জন্য এখন সাহায্য-সহযোগিতা প্রয়োজন। সুন্দরপুরে অনেকেই ঘরে বসবাস করতে পারছেন না। পানিতে নষ্ট হয়ে গেছে মাটি ও বাঁশ-বেড়ার ঘর।’ 

শহিদুল আলম বলেন, ‘কয়েকটি এলাকায় গরিব মানুষের ঘরগুলো দেখলে বোঝা যাবে এখানে বন্যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে। মানুষের পুনর্বাসনের জন্য অর্থের কোনো বিকল্প নেই। খবরের কাগজ সেই কাজটিই করেছে। এখন বন্যাদুর্গত মানুষের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন। এভাবে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি। বন্ধুজন চট্টগ্রামের সব সদস্য বিশেষ করে মানবিক বন্ধুজনকে সুন্দরপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’

লক্ষ্মীপুরে বন্ধুজনের উদ্যোগে ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
লক্ষ্মীপুরে বন্ধুজনের উদ্যোগে ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ
লক্ষ্মীপুর সদর উপজেলার পালপাড়া বাজারে কৃষকের মাঝে বন্ধুজনের সদস্যদের বীজ বিতরণ। ছবি : খবরের কাগজ

লক্ষ্মীপুরে খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে সাত শতাধিক কৃষকের মাঝে শিম ও বরবটির বীজ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব বীজ বিতরণ করা হয়। তার মধ্যে সকালে সদর উপজেলার বন্যাকবলিত পাঁচপাড়া, মনোহরপুর, দাউদপুর, জয়পুর, জয়রামপুর, চৌপল্লী এলাকার পাঁচ শতাধিক কৃষকের ঘরে ঘরে শিম ও বরবটির বীজ পৌঁছে দেওয়া হয়। এরপর একই দিন বিকেলে সদর উপজেলার পালপাড়া বাজারে দুই শতাধিক কৃষকের মাঝে শিমের বীজ বিতরণ করা হয়। 

বন্যা-পরবর্তী সবজির চাহিদা পূরণ ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বন্ধুজন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে নেয়। ওই সময় উপস্থিত ছিলেন বন্ধুজনের সদস্য মো. সাহাব উদ্দিন, রিংকু পাটওয়ারী, বাবু, মিনহাজুর রহমান মুন্না, খোকন, জামাল ও খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।

বন্ধুজনের জেলা কমিটির সদস্য সাহাব উদ্দিন বলেন, ‘ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বানের পানিতে এই এলাকার কৃষকদের সবজিসহ সব ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে।’

এর আগে বন্ধুজনের উদ্যোগে সাপের উৎপাত থেকে রক্ষা পেতে বন্যাকবলিত চার শতাধিক পরিবারের মাঝে কার্বলিক অ্যাসিড বিতরণ করা হয়। এ ছাড়া ওই সব পরিবারের মাঝে খাওয়ার স্যালাইন, প্যারাসিটামলসহ প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধসামগ্রী বিতরণ করা হয়। 

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনুদান দিল খবরের কাগজ বন্ধুজন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট: ২৯ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনুদান দিল খবরের কাগজ বন্ধুজন
বন্যায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ তালবাড়িয়ার রমিজ মিয়ার বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ছবি : খবরের কাগজ

বন্যাকবলিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলামোটরে খবরের কাগজ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বন্ধুজনের উপদেষ্টা ও খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল এই অর্থ তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুজনের সভাপতি ড. সারিয়া সুলতানা, সাধারণ সম্পাদক আতিয়া সুলতানা, দৈনিক খবরের কাগজের উপ-সম্পাদক ড. এমদাদ হাসনায়েন, যুগ্ম-বার্তা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ ও রোকেয়া রহমান প্রমুখ।

বন্ধুজনের সভাপতি ড. সারিয়া সুলতানা বলেন, ‘বন্যা পরবর্তী পুনর্বাসনে বানভাসি মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বন্ধুজন। আমরা চেষ্টা করছি সেই সব মানুষদের ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা করতে। আমরা সাধ্য অনুযায়ী তাদের সহায়তা করছি। আপনারাও এগিয়ে আসুন।’

সংগঠনের সাধারণ সম্পাদক আতিয়া সুলতানা জানান, বন্যায় সহায়-সম্বলহীন পরিবারের জন্য কাজ করছে বন্ধুজন। এরই অংশ হিসেবে বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ তালবাড়িয়ার রমিজ মিয়ার কাছে এই অর্থ সহায়তা পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাত আর উজানের পানিতে গত সপ্তাহে বন্যা আক্রান্ত হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১১ জেলা। এখনো পানিবন্দি ১২ লাখের বেশি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বন্ধুজনের পুনর্বাসন তহবিলেও অর্থ দেওয়া যাবে। অর্থ পাঠানো যাবে ০১৫৭৭০৩২৪৩১ (বিকাশ) এই নম্বরে। বন্ধুজনের তহবিলে খবরের কাগজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দিয়েছেন।

সালমান/

বানভাসিদের সঙ্গে খবরের কাগজের একাত্মতা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪০ এএম
বানভাসিদের সঙ্গে খবরের কাগজের একাত্মতা
ছবি : খবরের কাগজ

মানুষ মানুষের জন্য- এখন এই মন্ত্রে উজ্জীবিত গোটা দেশের মানুষ। আকস্মিক বন্যায় দিশেহারা আর্তবিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সব মানুষ। যার যা সাধ্য, তা-ই নিয়ে এই সংকট উত্তরণে অবদান রাখছে সবাই। মহতি এ মিছিলে শরিক হয়েছে খবরের কাগজের কর্মী বাহিনী। এক দিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তায় প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরের কাগজের কর্মীদের এই অর্থসহায়তা খুব শিগগির খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজনের মাধ্যমে উপদ্রুত অঞ্চলের বিপন্ন মানুষের মাঝে বিতরণ করা হবে। 

উল্লেখ্য, সারা দেশে খবরের কাগজের তিন শতাধিক সাংবাদিক-সংবাদকর্মী কর্মরত।

খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে সাতকানিয়ায় বৃক্ষরোপণ

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৬:২৬ পিএম
খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে সাতকানিয়ায় বৃক্ষরোপণ
বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খবরের কাগজ বন্ধুজনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ছবি : খবরের কাগজ

দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’-এর উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে খবরের কাগজ চট্টগ্রাম ব্যুরোপ্রধান ইফতেখারুল ইসলামের দিকনির্দেশনায় ও সাতকানিয়া উপজেলা বন্ধুজনের আয়োজনে উপজেলার বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বন্ধুজন চট্টগ্রামের সদস্য মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা মজুমদার। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল মালেক, জহির আহামদ, সহকারী শিক্ষিকা অর্পনা দত্ত, সিদ্দিকা আফরোজ, মৌসুমী দাশ গুপ্তা ও জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সোমা মজুমদার বলেন, ‘আমাদের দেশের আয়তন অনুযায়ী যে পরিমাণ গাছপালা থাকা দরকার, সে পরিমাণ নেই বললেই চলে। এ অবস্থায় বৃক্ষরোপণের মতো একটি উদ্যোগ নেওয়ায় পাঠকদের জনপ্রিয় পত্রিকা খবরের কাগজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘চলতি বছর গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছিল। তীব্র গরম ও দাবদাহ থেকে বাঁচতে গাছপালার কোনো বিকল্প নেই। সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বৃক্ষরোপণের মতো এমন উদ্যোগ গ্রহণের ফলে খবরের কাগজ পাঠকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে।’

সভাপতির বক্তব্যে বন্ধুজন চট্টগ্রামের সদস্য মো. আরিফুল ইসলাম বলেন, ‘দৈনিক খবরের কাগজ খুবই অল্প সময়ের মধ্যে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পাঠক সংগঠন বন্ধুজনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান পাঠকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এ পর্যায়ে তারা বন্ধুজনের উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এমন একটি কর্মসূচির আয়োজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’