ঢাকা ২৬ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
English
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

লক্ষ্মীপুরে বন্ধুজনের উদ্যোগে ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম
লক্ষ্মীপুরে বন্ধুজনের উদ্যোগে ৭ শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ
লক্ষ্মীপুর সদর উপজেলার পালপাড়া বাজারে কৃষকের মাঝে বন্ধুজনের সদস্যদের বীজ বিতরণ। ছবি : খবরের কাগজ

লক্ষ্মীপুরে খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর উদ্যোগে সাত শতাধিক কৃষকের মাঝে শিম ও বরবটির বীজ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব বীজ বিতরণ করা হয়। তার মধ্যে সকালে সদর উপজেলার বন্যাকবলিত পাঁচপাড়া, মনোহরপুর, দাউদপুর, জয়পুর, জয়রামপুর, চৌপল্লী এলাকার পাঁচ শতাধিক কৃষকের ঘরে ঘরে শিম ও বরবটির বীজ পৌঁছে দেওয়া হয়। এরপর একই দিন বিকেলে সদর উপজেলার পালপাড়া বাজারে দুই শতাধিক কৃষকের মাঝে শিমের বীজ বিতরণ করা হয়। 

বন্যা-পরবর্তী সবজির চাহিদা পূরণ ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বন্ধুজন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে নেয়। ওই সময় উপস্থিত ছিলেন বন্ধুজনের সদস্য মো. সাহাব উদ্দিন, রিংকু পাটওয়ারী, বাবু, মিনহাজুর রহমান মুন্না, খোকন, জামাল ও খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম।

বন্ধুজনের জেলা কমিটির সদস্য সাহাব উদ্দিন বলেন, ‘ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বানের পানিতে এই এলাকার কৃষকদের সবজিসহ সব ফসল ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে।’

এর আগে বন্ধুজনের উদ্যোগে সাপের উৎপাত থেকে রক্ষা পেতে বন্যাকবলিত চার শতাধিক পরিবারের মাঝে কার্বলিক অ্যাসিড বিতরণ করা হয়। এ ছাড়া ওই সব পরিবারের মাঝে খাওয়ার স্যালাইন, প্যারাসিটামলসহ প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ওষুধসামগ্রী বিতরণ করা হয়। 

বন্ধুজনের কর্মসূচি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে
খবরের কাগজ পাঠকদের সংগঠন বন্ধুজন চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে। ছবি: খবরের কাগজ

খবরের কাগজের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে শহরের জালালাবাদ ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বসতভিটার আশপাশে গাছ লাগানোর পাশাপাশি সড়ক এবং খালের পাশে পতিত জমিতেও গাছের চারা লাগাতে হবে। গাছ লাগানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভা শেষে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকান্দর পাশা। এতে বক্তব্য রাখেন খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম ফয়েজ আহমদ, দিলীপ মুহুরী, জেসমিন আকতার, বন্ধুজন চট্টগ্রামের সদস্য ও ব্যবসায়ী সাদেক বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেকান্দর পাশা বলেন, ‘বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। একইভাবে এটি আমাদের জন্য বড় সম্পদ। আজ একজন একটি গাছের চারা লাগালে ২০ বছর পর সেটি বড় ধরনের সঞ্চয়ে পরিণত হবে। আমাদের সবার উচিত প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো।’ 

এস এম ফয়েজ আহমদ বলেন, ‘আমরা শুধু নিজেদের জন্য গাছ লাগাব না। সড়কের পাশে, খালের পাড়ে ও পতিত জায়গায় গাছের চারা লাগাতে পারি। গাছ লাগানোকে সামাজিক আন্দোলনের অংশ বানিয়ে ফেলতে হবে। সবাই সচেতন হলে, সবাই গাছ লাগালে আমাদের পরিবেশ আরও বেশি বাসযোগ্য হবে।’

সড়ক বিভাজকে সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের বৃক্ষরোপণ

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:৩৬ এএম
সড়ক বিভাজকে সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের বৃক্ষরোপণ
সড়ক বিভাজকে বৃক্ষরোপণ করার আগে সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের সদস্যরা

দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভাজকে ৫০টি ফল, ফুল ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ করেন শাবিপ্রবি বন্ধুজনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট-এর সদস্য সচিব আব্দুল করিম কিম।

সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ জানান, আষাঢ় মাস হলো গাছ লাগানোর উপযুক্ত সময়। ’২৪-এর আন্দোলনের সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সড়ক বিভাজকের প্রায় সব গাছ নষ্ট হয়ে যায়। এ সড়ক বিভাজক যেন আবারও ফুল-পাতায় মুগ্ধতা ছড়ায়, সেজন্য বন্ধুজনের পক্ষ থেকে এবার আমরা সেখানে বৃক্ষ রোপণ করেছি। এই বৃক্ষরোপণে সার্বিক সহযোগিতা করেন বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির ও খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী।

এ বৃক্ষরোপণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শাবিপ্রবি বন্ধুজনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক এবং সমাজের সবচেয়ে সচেতন মানুষ। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয়। আশা করি, এরকম সচেতনতামূলক আরও প্রোগ্রাম তারা করবে।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট-এর সদস্য সচিব আব্দুল করিম কিম বলেন, ‘বন্ধুজনের প্রতি শুভেচ্ছা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক বিভাজকে তারা বাছাই করা কিছু গাছ লাগাচ্ছে। এ সময়টিতে সাধারণত সবাই গাছ লাগায়। কিন্তু বন্ধুজনের পক্ষ থেকে দেখলাম এ গাছগুলো সংরক্ষণের সদিচ্ছা থেকে গুনে গুনে গাছ লাগানো হচ্ছে। যে গাছগুলো লাগানো হলো সেগুলো যেন টিকে থাকে, সে নজরদারি বন্ধুজনকে রাখতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই সিলেট বন্ধুজনের প্রতি।’

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খবরের কাগজের সিলেট ব্যুরো অফিসের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি, ফটো সাংবাদিক মামুন হোসেন, শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী, বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক দুর্লভ খীসা, অর্থ সম্পাদক জয়দেব, শাবিপ্রবি বন্ধুজনের সদস্য আবুল হাসনাত, শিবলু, মুহিবুর রহমান, জাওয়াদ, মাহির, রানা ও সিলেট বন্ধুজনের খুদে সদস্য সাইয়ারা হোসেন মেহেক।

করোনা সচেতনতায় দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা ও মাস্ক বিতরণ

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
করোনা সচেতনতায় দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা ও মাস্ক বিতরণ
ছবি: খবরের কাগজ

খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির আয়োজনে এক কর্মপরিকল্পনা সভা বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শহরের মডার্ন মোড়ে মাস্ক বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি রাকিব হাসান সিফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবিত হাসানের সঞ্চালনায় কর্ম পরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত বন্ধুজনের সদস্যরা আগামী এক মাসের কর্মপরিকল্পনা ঠিক করেন । এ সময় বন্ধুজনের উপস্থিত সব সদস্যের মতামত নেওয়া হয়।

সভায় বন্ধুজন উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রধান সহকারী অধ্যাপক হবিবর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রবিউল আলম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা শিরিন আক্তার পারভিন।

কর্মপরিকল্পনা সভা শেষে বন্ধুজনের সদস্যরা করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ মানুষ এবং অটোচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন।

সাতক্ষীরায় বারসিক-এসডি হাসপাতাল ও খবরের কাগজ এর আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট: ২৬ মে ২০২৫, ০৫:১৬ পিএম
সাতক্ষীরায় বারসিক-এসডি হাসপাতাল ও খবরের কাগজ এর আয়োজনে স্বাস্থ্যসেবা ক্যাম্প
সাতক্ষীরায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), সাতক্ষীরা এসডি হাসপাতাল এবং মিডিয়া পার্টনার খবরের কাগজ-এর যৌথ আয়োজনে নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। 

সোমবার (২৬ মে) সাতক্ষীরা পৌরসভার কামালনগর মালেকপাড়ায় আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়। 

ক্যাম্পে সাতক্ষীরা এসডি হাসপাতালের আরএমও ডা. প্রদীপন কুমার চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।  

জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে এই নিম্নআয়ের মানুষরা গ্রাম থেকে সবকিছু হারিয়ে শহরে আসতে বাধ্য হয়েছেন। শহরে এসেও তারা মানবেতর জীবনযাপন করছেন। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ তাদের জীবন এবং জীবিকাতে ভীষণভাবে প্রভাব ফেলছে। তাপপ্রবাহের কারণে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এতে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এ স্বাস্থ্যসেবা ক্যাম্প কিছুটা হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।


ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসট্যান্ট মুজাহিদুল ইসলাম, খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাত জাকির, বন্ধুজন সাতক্ষীরার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আন্নিষা, সদস্য সোনামণি আক্তার বৃষ্টি, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য মোনাইমু, সিফাত হোসেন, ফরিদ গাজী প্রমুখ। 

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান বলেন, ‘জনসংখ্যা বিবেচনায় আমাদের দেশে চিকিৎসাসেবা খুবই অপ্রতুল। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত নগরের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিতে এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।’ 


 

সাতক্ষীরা বন্ধুজনের সদস্য সোনামণি আক্তার বৃষ্টি বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রের চিকিৎসাব্যবস্থা একদিকে যেমন সীমিত, অন্যদিকে পরিবেশদূষণ এখানকার শিশুদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই আয়োজন তাদের জন্য কিছুটা হলেও উপকার করবে।’ 

বিউটি খাতুন নামে একজন নারী চিকিৎসাসেবা পেয়ে বলেন, ‘আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমতো ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে।’

জাকির/পপি/

দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:২৩ পিএম
আপডেট: ১৫ মে ২০২৫, ০৮:২৩ পিএম
দিনাজপুর বন্ধুজন-এর কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন বন্ধুজন এর কর্মপরিকল্পনা বিষয়ক সভা। ছবি: খবরের কাগজ

খবরের কাগজ-এর স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন বন্ধুজন এর কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে খবরের কাগজ এর দিনাজপুর অফিসে বন্ধুজন-এর কর্মপরিকল্পনা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর বন্ধুজন এর প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হবিবর রহমানের সভাপতিত্বে এই কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন বন্ধুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাবিত হাসান।

সভায় বন্ধুজন-এর সদস্যরা কী কী কাজ করবে সে বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শ গ্রহণ করা হয়। বন্ধুজন-এর প্রধান উপদেষ্টা  হবিবর রহমান সদস্যদের বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রশিক্ষণ প্রদান, যৌতুককে না বলুন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, হতদরিদ্র মানুষের সহযোগিতা প্রদানসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন বন্ধুজন-এর উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী, খবরের কাগজের দিনাজপুর প্রতিনিধি সুলতান মাহমুদ, বন্ধুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন রনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মারুফ ইফতি, ক্রীড়া সম্পাদক মুন্না ইসলাম, দপ্তর সম্পাদক মো. পারভেজ, পরিবেশ ও দুর্যোগ সম্পাদক সোহাগ বাবু, নারী বিষয়ক সম্পাদক আরজনা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক খোদাবক্স তনু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মৌ আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল আফরিন, নির্বাহী সদস্য রমজানুল মোবারক শাহীন, মোসা. রুনা আক্তার, রণামিকা রিমু, মকসিল মিনার ও প্রধান শিক্ষক আব্দুল হাকিম প্রমুখ।