
একঝাঁক কর্মচঞ্চল ও স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন তরুণ-তরুণীকে নিয়ে জনপ্রিয় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ২টায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে দৈনিক খবরের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের উদ্যোগে দিনাজপুর বন্ধুজন এর প্রধান উপদেষ্টা প্রভাষক হবিবুর রহমান এ জেলা কমিটি ঘোষণা করেন।
দুপুরের পর থেকেই বন্ধুজন এর ফরম পূরণকারী দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আদর্শ মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন। উপস্থিত ফরম পূরণকারীদের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে বন্ধুজন এর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরে সবার সম্মতিক্রমে নির্বাহী কমিটির ২৫ সদস্য উপদেষ্টা কমিটি অনুমোদন করেন।
জেলা কমিটির সভাপতি হিসেবে রাকিব হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে সাবিত হাসানের নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।
দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন প্রভাষক হবিবুর রহমান, ডা. রবিউল আলম, মীর শিরিন, প্রভাষক নূরে আলম সিদ্দিক।
জেলা কমিটি অনুমোদনের পর বন্ধুজন-এর কেন্দ্রীয় সভাপতি ও খবরের কাগজের সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, বন্ধুজন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা দিনাজপুর জেলা কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, ‘বন্ধুজনের সদস্যরা একে অপরের পাশে থেকে সমাজের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য সব সদস্যকে নিয়ে এগিয়ে যাব আমরা।’
দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা প্রভাষক হবিবুর রহমান বলেন, ‘দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন বন্ধুজন জেলা কমিটিতে জেলার বিভিন্ন নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্যম, কর্মস্পৃহা অফুরান। সমাজ গঠনের ইতিবাচক কাজের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
সিফাত/