নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘চিত্রাপাড়ে সুলতান’ শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে। ‘অন্তরে বাংলা আর্টিস্ট’ গ্রুপের আয়োজনে গত শনিবার সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে এ আর্ট ক্যাম্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী এই আর্ট ক্যাম্পে জার্মান চিত্রশিল্পী কার্লা, চিত্রশিল্পী কিরীটিরঞ্জন বিশ্বাস, চিত্রশিল্পী সামসুল আলম ইননান, চিত্রশিল্পী ফিরোজা আক্তার, চিত্রশিল্পী সোহানা শাহারিন, চিত্রশিল্পী মুক্তি ভৌমিক, চিত্রশিল্পী অনুকূল মজুমদার, চিত্রশিল্পী অনুপম সাহা, চিত্রশিল্পী তন্দ্র মুখার্জী, চিত্রশিল্পী মেহেদী হাসান, চিত্রশিল্পী জোছনা মাহবুব, চিত্রশিল্পী হাসনা বানু ছোটনা অংশ নেন।
চিত্রশিল্পী কিরীটিরঞ্জন বিশ্বাস বলেন, ‘বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ছিলেন অনেক বড় মাপের একজন শিল্পী। তার জন্মভিটায় আসতে পেরে অনেক ভালো লাগছে।’
চিত্রশিল্পী ফিরোজা আক্তার বলেন, ‘নড়াইলে এসে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নিজ হাতে আঁকা ছবি দেখলাম। সেখানে একটি আর্ট ক্যাম্পে অংশ নিতে পেরে আমি মুগ্ধ।’
চিত্রশিল্পী অনুপম সাহা বলেন, ‘এস এম সুলতানের মতো একজন বরেণ্য শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত আর্ট ক্যাম্পে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
এর আগে গত শুক্রবার ‘চিত্রাপাড়ে সুলতান’ শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়। এ সময় সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, সহকারী কিউরেটর মাসুদ রানা, শিশুস্বর্গের জ্যেষ্ঠ শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কিরীটিরঞ্জন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, ‘অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‘অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন, ‘বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ দুই দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে চিত্রশিল্পী এস এম সুলতান সম্পর্কে এবং তার চিত্রকর্ম তুলে ধরে তাদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে এই শিল্পকর্মসহ সুলতানকে নিয়ে ঢাকায় চিত্রপ্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’
এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী বলেন, ‘বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শনিবার শেষ হয়েছে। এ আর্ট ক্যাম্পে জার্মান শিল্পীসহ ১২ জন চিত্রশিল্পী অংশ নিয়েছেন।
আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা সুলতান সংগ্রহশালা এস এম সুলতানের নিজ হাতে আঁকা চিত্রকর্মসহ শিল্পীর ব্যবহৃত জিনিসপত্র ঘুরে ঘুরে দেখে মুগ্ধ হন। আর্ট ক্যাম্প উদ্বোধনের সময় শিশুস্বর্গের শিক্ষার্থীসহ সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।