জুলাই গণ-অভ্যুত্থানের প্রভাব কাটিয়ে শিক্ষার্থীরা ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে শুরু করেছে। দীর্ঘ মানসিক চাপের প্রভাব কাটিয়ে তাদের আবার সুস্থ ও সৃজনশীল পরিবেশে ফিরিয়ে আনতে খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘ঐক্য কেজিএইচএস’ আয়োজন করেছে ঐক্য কালচারাল কার্নিভাল ২০২৪।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পুনরুদ্ধার করা।
ঐক্য কালচারাল কার্নিভালের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছিল। প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল সংগীত, চারুকলা, ঐতিহ্যবাহী শিল্প, ফটোগ্রাফি প্রভৃতি। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী এই কার্নিভালে অংশ নেয়।
বিশেষ অতিথি ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা গোপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমা রায়। তাদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ জোগায় এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব সম্পর্কে গভীর অনুপ্রেরণা দেয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা।
শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘এই ধরনের আয়োজন আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করেছে। তা ছাড়া সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এতে অংশ নিয়ে খুশি।’
পরে মনোমুগ্ধকর ব্যান্ড সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিফাত। ঐক্য কালচারাল কার্নিভালের এই আয়োজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মেলবন্ধন তৈরি করে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক খবরের কাগজ।