
ফ্যাসিবাদী সরকারের পতন হলেও রাষ্ট্র ও সমাজে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে তারা রাষ্ট্রের পূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের লড়াইয়ের প্রত্যয় নিয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) 'আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনই শত ষড়যন্ত্রে' এই স্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে এই সম্মলনের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহিদ নাফিজের মরদেহ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউম। সম্মেলনের উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা ঢাকা মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে সেনাবাহিনী উদীচীর কর্মীদের চিত্রশালা মিলনায়তনে প্রবেশে বাধা প্রদান করে।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত দে জানান, মিলনায়তন ব্যবহারের অনুমতির বিষয়টি সেনাবাহিনীর দায়িত্বরত ইউনিটকে জানানো হয়নি। পরে শিল্পকলা একাডেমির কর্তাব্যক্তিদের জানালে বিষয়টি সুরাহা হয়। এতে এক ঘণ্টা দেরিতে মূল অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় শুরুতে শহিদ নাফিজের মরদেহ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ এবং চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউমকে সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সংসদের সংগ্রামী সভাপতি নিবাস দে। বক্তব্য প্রদান করেন শহিদ নাফিজের মরদেহ বহনকারী রিকশাচালক নূর মোহাম্মদ, চলচ্চিত্রকার মুহাম্মদ কাইউম।
এ ছাড়া উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহ সভাপতি জামসেদ আনোয়ার তপন, হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, মাহমুদ সেলিম, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নুর বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা সঞ্চালনা করেন শিল্পী আকতার।
রিকশাচালক নূর মোহাম্মদ বলেন, 'আমি একজন শ্রমিক। সেদিন ছেলেটার মাথায় আমার দেশের পতাকা বাঁধা দেখে আমি বিচলিত হয়ে উঠি। প্রচণ্ড গোলাগুলির কারণে কেউ সেদিন ছেলেটার কাছে যায়নি। এই বিচার কার কাছে দিব? সেদিন পতাকার অসম্মান আমি হতে দেয়নি। সেদিন আমি বুকে সাহস নিয়ে সেদিন ছেলেটাকে আমার রিকশায় তুলে গিয়েছিলাম। এখন গণভবনে আমার রিকশা জমা আছে। আমি আজকে এখানে এসেছি জাতীয় পতাকার মাধ্যমে। যে পতাকা মানুষ লড়াই করে পেয়েছে। সেই পতাকার অসম্মান যেন আমরা না করি।’
পরে বিকেলের পর্বে ঢাকা মহানগরের বিভিন্ন শাখার সদস্যরা গান, কবিতা, আবৃত্তি, নাটক পরিবেশন করেন।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে চিত্রশালা মিলনায়তনে ঢাকা মহানগর সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনে ঢাকা মহানগর সংসদের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে।
জয়ন্ত/নাবিল/