
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী মেলা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রজমোহন (বিএম) কলেজের মূল ভবনের মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ মেলার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, ‘জীবনানন্দ দাশ শুধু এই কলেজের প্রাক্তন ছাত্রই নন, তিনি বরিশালের গর্ব। বাংলার রূপ-প্রকৃতি তার কবিতায় অনন্যভাবে ফুটে উঠেছে। আজও তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন।’
এ সময় উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
তিন দিনের এই মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের স্টল ছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা এবং কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মতো নানা আয়োজন থাকছে। চারটি অধিবেশনে ভাগ করা এ আয়োজনে কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও তার অবদান নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে কবির জন্মদিন উপলক্ষে চারুকলা বরিশালের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক একদিনের বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কবি অরূপ তালুকদার ও শিল্পী জগন্নাথ দে প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে জলরং, পেন্সিল ও চারকোলের মাধ্যমে আঁকা ২৫ জন শিল্পীর ৩৪টি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
প্রদর্শনীর মুখ্য সংগঠক শিল্পী তাপস কর্মকার বলেন, ‘এই আয়োজন কবির প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তিনি শিল্পীদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন।’
চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই প্রকৃতির অনবদ্য রূপ ফুটিয়ে তুলতেই আমাদের এই প্রয়াস।’
কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে বরিশালে এমন আয়োজন শহরজুড়ে সাহিত্য ও সংস্কৃতির আবহ ছড়িয়ে দিয়েছে।
সবুজ/তাওফিক/