
কবিতায় সত্যভাষণে কবি যাপিত জীবনের নানা গল্প বলার পাশাপাশি সমাজের নানা অসঙ্গতিও তুলে ধরেন। কবিতায় ভবিষ্যদ্বাণী করে কবি সতর্ক করেন রাষ্ট্রকে। কবি ও কবিতার এই চিরায়ত ধারাকে অব্যাহত রাখতে তরুণ কবিদের লেখালেখিকে ‘ধ্যান’ হিসেবে নিতে পরামর্শ দিয়েছেন কথাসাহিত্যিক ও দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য পত্রিকা সমধারা আয়োজিত ‘ইপসা-সমধারা ১১তম কবিতা উৎসব-২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক ও বিজ্ঞানী শিশুসাহিত্যিক ধনঞ্জয় সাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপু মাহমুদ, কবি মো. ইউসুফ খান, কবি শ ম শামসুল আলম, কবি আবু রেজা মো. ইয়াহিয়া।
সাহিত্য পত্রিকা সমধারা আয়োজিত ‘ইপসা-সমধারা ১১তম কবিতা উৎসবের প্রধান অতিথি বিশিষ্ট কথাসাহিত্যিক ও খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামালকে সম্মাননা প্রদান। ছবি: খবরের কাগজ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল।
কবিতা উৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি হেলাল হাফিজকে।
অনুষ্ঠানে তরুণ কবিদের উদ্দেশে মোস্তফা কামাল বলেন, ‘আপনারা যারা লেখালেখির সঙ্গে আছেন, তাদের লেগে থাকতে হয়। আপনাদের কাছে আশা করব, লেখালেখিটাকে ধ্যান হিসেবে নেন; আরাধনা করেন। আমরাতো বলি, কবিরা ভবিষ্যৎ দেখতে পান।’
যুৎসই কোনো শব্দের জন্য কবির দীর্ঘ অপেক্ষার কথা উঠে আসে প্রসঙ্গক্রমে। মোস্তফা কামাল বলেন, ‘কবিতা লেখার জন্য ধ্যান দরকার। ধ্যান ছাড়া কবিতার শব্দ আসবে না। হয়ত একটা শব্দের জন্য আপনি অপেক্ষায় আছেন যে এ শব্দটা যখন আপনার মাথায় আসবে তখন আপনার কবিতাটা হবে। তাছাড়া হবে না। ততদিন পর্যন্ত আপনি হয়ত অপেক্ষাই থাকবেন সেরকম কবিতা লেখার জন্য; একটা ‘বিদ্রোহী’ লেখার জন্য, একটা ‘আসাদের সার্ট’ লেখার জন্য, একটা ‘স্বাধীনতা তুমি’ লেখার জন্য।’
কথাসাহিত্যিক মোস্তফা কামাল সভায় এও বলেন যে, তরুণ কথাসাহিত্যিকরা তাদের লেখনীকে সমৃদ্ধ করতে এখন আর তেমন পরিশ্রম ‘করতে চান না’।
কাব্যচর্চা করতে গিয়ে সমাজে নানা নিন্দা, নানা বিদ্রুপাত্মক শব্দ শুনতে হয় কবিদের। এতে দমে না গিয়ে কবিতা চর্চা অব্যাহত রাখতে তরুণ কবিদের পরামর্শ দেন তিনি। এসময়ে কথাসাহিত্যিক বাণী বসুর একটি সাক্ষাতকারের চুম্বক অংশ স্মরণ করিয়ে দিয়ে মোস্তফা কামাল বলেন, ‘কবি, সাহিত্যিকরা সমাজকে দেখাবে তুমি এই অন্যায়গুলো করেছো, তুমি এই অনাচারগুলো করেছো। সেটা শাসক হতে পারে, সমাজের একজন প্রভাবশালী হতে পারে, একজন দুর্নীতিবাজ কর্মকর্তাও হতে পারে।’
অনুষ্ঠানে ২০০ জন কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৫’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বছর চার জন প্রবাসী কবিকে ‘সমধারা সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়েছে। তারা হলেন- কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সেলিম রেজা ও আজিজুল আম্বিয়া।
তাদের মধ্যে শুধু মোহাম্মদ ইকবাল স্বশরীরে পুরস্কার গ্রহণ করেন। বাকি কবিদের বন্ধু ও স্বজনরা এই পুরস্কার গ্রহণ করেন। পরে পুরস্কারপ্রাপ্ত চার কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘মাননীয় কবিতাপুত্রগণ’ পরিবেশন করেন বাচিকশিল্পীরা।
জয়ন্ত সাহা/এমএ/