
আন্তর্জাতিক নৃত্য দিবসে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন মিলনায়তনে সমসাময়িক নৃত্যধারার নানা আঙ্গিকে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার শাশ্বত রূপ। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের নানা ধারা ফুটে উঠেছে লোকনৃত্যে। বিভিন্ন জাতিসত্তার নৃত্যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানি রাজধানীর নানা মিলনায়তনে আয়োজন করে নৃত্য সন্ধ্যা ও সেমিনারের। দিনটি উপলক্ষে নৃত্যশিল্পীরা অংশ নেন বর্ণাঢ্য র্যালিতে।
এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে নৃত্যকলা বিভাগ ‘নৃত্যের ছন্দে জাগুক সত্যের গান, সম্প্রীতির সুরে মিলুক বিশ্বপ্রাণ’ শিরোনামে সেমিনারের আয়োজন করে। এতে বিভাগের চেয়ারপারসন তামান্না রহমান, সহকারী অধ্যাপক মনিরা পারভীন, অ্যাগনেস র্যাচেল প্যারিসসহ পাঁচ শিক্ষক প্রবন্ধ পাঠ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিগার চৌধুরী এ আয়োজনে উপস্থিত ছিলেন।
বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হয় দুই দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’। এর আগে নাট্যশালার সামনের লবিতে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিল্পীরা। মূল আয়োজনে শুরুতে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করেন। নৃত্য পরিচালনায় ছিলেন অমিত চৌধুরী। সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করে দীক্ষা। নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি দাস। ফিফা চাকমার পরিচালনায় ‘আদিবাসী নৃত্য’ পরিবেশন করে তপস্যা। এদিন বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি, রেওয়াজ পারফর্মাস স্কুল, ভাবনা নৃত্যদল, ভঙ্গিমা ডান্স থিয়েটার, অ্যালিফিয়া ডান্স অ্যাটেলিয়ার, কাথ্যাকিয়া-দ্য সেন্টার অব আর্টস, আর্টিস্ট্রি, কালারস অব হিলসহ আরও কয়েকটি নৃত্যদলের পরিবেশনা দর্শকদের মোহিত করে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনটি ছিল শিশু একাডেমি মিলনায়তনে। এ আয়োজনে নৃত্য ব্যক্তিত্ব ডলি ইকবালকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে ৬০টি নৃত্যদলের পরিবেশনা ছিল।
নৃত্যাঞ্চল ড্যান্স কোম্পানির আয়োজনটি ছিল রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে। নীলিমা ইব্রাহীম মিলনায়তনে নৃত্যাঞ্চলের নানা বয়সী শিল্পীদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে সান্ধ্য আয়োজন। এ অনুষ্ঠানে ধামাইল শিল্পী কুমকুম রাণী চন্দকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে।
জয়ন্ত/এমএ/