
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জুলাই। ২০১৩ সালের এই দিন সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেষ জীবনে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
বিপুল ভট্টাচার্য ১৯৫৩ সালের ২৫ জুলাই কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মাত্র ১৮ বছর বয়সে গানের মাধ্যমে তিনি বাংলার মুক্তিকামী মানুষের মনে প্রেরণা জুগিয়েছেন। বিপুল ভট্টাচার্য ‘মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার’ সদস্য হিসেবে ট্রাকে করে শরণার্থী শিবিরগুলোতে, কখনো মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে, কখনো বা মুক্তাঙ্গনে সংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন।
প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ মুক্তিযুদ্ধ নিয়ে ‘মুক্তির গান’ নামে যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, তার ১১টি গানের মধ্যে ১০টিই বিপুল ভট্টাচার্যের গাওয়া। তার বিখ্যাত কিছু গান হলো– ‘এই না বাংলাদেশের গান গাইতেরে দয়াল দুঃখে আমার পরান কান্দে’, ‘বলো বলো রে বলো সবে বলো রে বাঙালির জয়’, ‘নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে’ ইত্যাদি।
স্বাধীনতার পর ১৯৭২ সালে ২১ ফেব্রুয়ারি তিনি প্রথম বাংলাদেশ বেতারে সংগীত পরিবেশন করেন। এরপর তিনি বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন।