আমেরিকার বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলা স্বয়ংক্রিয় চালকবিহীন গাড়িতে ‘ফুল সেলফ ড্রাইভিং’ (এফএসডি) সফটওয়্যারের পরীক্ষা চালাবে চীনে। প্রতিষ্ঠানটির ১০টি গাড়িতে এ সফটওয়্যার পরীক্ষামূলক চালানোর অনুমতি দিয়েছে সাংহাই কর্তৃপক্ষ। দেশটির সংবাদমাধ্যম দ্য সাংহাই অবজার্ভার এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে।
টেসলার এই ফুল সেলফ ড্রাইভিং সফটওয়্যারটি চীনে সফলভাবে চালু হলে, দেশটির অন্য গাড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে তারা। এমনকি বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারে চালকবিহীন প্রযুক্তির গাড়ি বিকাশে প্রতিযোগিতা বাড়বে। ফলে কম দামে চালক সহায়ক সিস্টেমের বাজারে গাড়ি নির্মাতাদের লড়াই আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
টেসলা চার বছর ধরে চীনে সীমিত কিছু ফিচার নিয়ে এফএসডি সফটওয়্যারটি সাবস্ক্রিপশনের মাধ্যমে চালু করেছে। গত এপ্রিল মাসে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক চীনের রাজধানী বেইজিংয়ে অঘোষিত সফর করেন। যেখানে তিনি সম্ভবত এফএসডি সফটওয়্যার চালু নিয়ে আলোচনা করেছেন বলে জানা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স গত মে মাসে জানায়, টেসলা চলতি বছরে এফএসডি চালু করার জন্য চীনা কর্তৃপক্ষের কাছে এটির নিবন্ধন করার প্রস্তুতি নিচ্ছে।
একই মাসে চীনের সরকারি গণমাধ্যম জানায়, টেসলা সাংহাইয়ে তাদের ‘মেগাপ্যাক’ এনার্জি স্টোরেজ ব্যাটারি তৈরির জন্য একটি কারখানার নির্মাণ শুরু করেছে। এ ছাড়া চীনে বিনিয়োগের ক্ষেত্রে টেসলার প্রতিশ্রুতির প্রশংসা করা হয়।
দ্য সাংহাই অবজার্ভার আরও জানিয়েছে, সাংহাইয়ের অর্থনৈতিক হাব নানহুই নিউ সিটি টেসলার এনার্জি স্টোরেজের চারপাশে সরবরাহ ব্যবস্থাকে জোরদার করবে। এ ছাড়া টেসলা সাংহাই লিংগাংয়ের সঙ্গে স্থানীয় বাণিজ্যিকীকরণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র: রয়টার্স
আবরার জাহিন/জাহ্নবী