চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিল্ড ইয়োর ড্রিমস বা বিওয়াইডির ইভিতে যুক্ত হবে প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের অ্যাডভান্সড অটোনোমাস ড্রাইভিং সিস্টেম। এ জন্য গত মঙ্গলবার হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিওয়াইডি। চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে হুয়াওয়ে। এই অ্যাডভান্সড অটোনোমাস ড্রাইভিং সিস্টেম ব্যবহার করা হবে বিওয়াইডির ‘ফাংচেংবাও’ ইভিতে।
প্রতিষ্ঠানটির ফাংচেংবাও লাইনআপে ‘ব্যাও-এইট’ এসইউভি হবে প্রথম মডেল, যাতে হুয়াওয়ের ‘কিয়ানকুন (কিউ ইয়ান কুন)’ ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম ব্যবহার করবে। এই বছরের শেষে গাড়িটি বিক্রি শুরু হবে। বিওয়াইডির প্রিমিয়াম ব্র্যান্ড ডেনজা, ফাংচেংবাও এবং ইয়াংওয়াং-এর বিক্রি বাড়াতে নতুনভাবে প্রচেষ্টা করছে।
চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে এই তিন ব্র্যান্ড মোট বিক্রির মাত্র ৫ শতাংশ ছিল।
হুয়াওয়ে প্রযুক্তির ব্যবহার ফলে স্মার্ট ড্রাইভিং কনফিগারেশন তৈরিতে বিওয়াইডি প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ বাড়াবে। চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠাটি নিজস্ব প্রযুক্তির ব্যাটারি তৈরিসহ নানা কৌশলে ইভি বাজারে আধিপত্য বিস্তার করেছে।
কোম্পানিটি গত বছর থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার নিয়োগ করে নিজস্ব অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) তৈরিতে ব্যাপক বিনিয়োগ করেছে। এখনো উচ্চমানের মডেলগুলোতে এই ধরনের ফিচারের জন্য কোম্পানিটিকে অন্য সরবরাহকারীদের ওপর নির্ভর করতে হয়।
এর মধ্যে ডেনজা গাড়িতে ‘মোমেন্টা এডিএএস’ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই চুক্তি ইভি সেক্টরে প্রধান এডিএএস সরবরাহকারী হিসেবে হুয়াওয়ের ক্রমবর্ধমান উপস্থিতিকে প্রতিফলিত করে। ইভি সেক্টরে চীনা প্রযুক্তি সংস্থার ক্রমবর্ধমান উপস্থিতিকেও প্রতিফলিত করে। ভক্স ওয়াগেনের অডিতে চীনা বাজারের জন্য ইভিতে হুয়াওয়ের এডিএএস ব্যবহার করবে।