
ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম সৌরশক্তি চালিত গাড়ি বাজারে নিয়ে এসেছে। গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘ইভা’। গত শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫’-এ উন্মোচন করা হয়েছে গাড়িটি। ভারতীয় প্রতিষ্ঠান ভাইভ মোবিলিটি গাড়িটি প্রস্তুত করেছে।
গাড়ির দাম ও মডেল
ভারতীয় মুদ্রায় ইভার দাম পড়বে ৩ লাখ ২৫ হাজার রুপি থেকে ৬ লাখ রুপি পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ লাখ ৪৯ হাজার টাকা। তিনটি মডেলে পাওয়া যাবে গাড়িটি। এগুলো মধ্যে রয়েছে নোভা (৯ কিলোওয়াট আওয়ার), স্টেলা (১২ দশমিক ৬ কিলোওয়াট আওয়ার) ও ভেগা (১৮ কিলোওয়াট আওয়ার)।
চার্জিং সুবিধা ও ব্যাটারি সক্ষমতা
এই গাড়ি সম্পূর্ণ সৌরশক্তিতে চলে। এর ব্যাটারি পুরোপুরি চার্জ হলে সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। এসি চালু থাকলেও একই দূরত্ব অতিক্রম করা সম্ভব। মূল ব্যাটারির চার্জ শেষ হলে ব্যাকআপ ব্যাটারি সক্রিয় হবে। এর সাহায্যে আরও ১০ থেকে ১২ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। সূর্যের আলো কম থাকলে গ্রাহকরা চার্জারের সাহায্যেও গাড়িটি চার্জ করতে পারবেন।
ওয়ারেন্টি ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য
ভাইভ মোবিলিটি গ্রাহকদের জন্য ইভার প্রতিটি মডেলের ক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি ও ব্যাটারির জন্য পাঁচ বছরের ওয়ারেন্টি দেবে।
মেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইভ মোবিলিটির প্রধান নির্বাহী নীলেশ বাজাজ বলেন, ‘ইভা শুধু একটি গাড়ি নয়, বরং ভারতের অটোমোবাইল শিল্পের জন্য এটি একটি বিপ্লব। ভাইভ মোবিলিটি ও ভারতের অটোমোবাইল সব সময়ই আবিষ্কার, স্থায়িত্ব এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পক্ষে। ইভা ভারতকে সেই ধারণাই তুলে ধরছে। টেকসই যানবাহনের পথে এটি আমাদের বড় একটি পদক্ষেপ।’
ভাইভ মোবিলিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সৌরভ মেহতা জানান, ‘সৌর প্যানেলের সঙ্গে বৈদ্যুতিক মোটরের সংযোগ করা বেশ জটিল একটি বিষয়। এই প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন গবেষণার পর আমরা সফল হয়েছি। ইভার প্রতিটি মডেলের হার্ডওয়্যার মজবুত ও সফটওয়্যার যথেষ্ট উন্নত।’
গতি ও ব্যবহারযোগ্যতা
গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। শহুরে চলাচলের জন্য এটি আদর্শ পরিবহন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া