
দীর্ঘ প্রতীক্ষার পর স্বচালিত ‘রোবোট্যাক্সি’ সেবা চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন ইভি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অস্টিন শহরে পরীক্ষামূলকভাবে এই স্বচালিত ট্যাক্সি সেবা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক গাড়ি দিয়ে সেবাটি চালু করা হয়েছে, যার কঠোর তত্ত্বাবধানে সড়কে ও গাড়ির ভেতরে থাকবে মানুষ। তবে যাত্রার শুরুতে এর প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে।
ভুল পথে গাড়ি, ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রব মাউরার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বেশির ভাগ সময় নির্বিঘ্নে চলেছে টেসলার স্বচালিত গাড়ি। এটি সহজে মোড় ও লেন পরিবর্তন করেছে। তবে চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ করে ভুল লেনে চলে যায়। সাত মিনিটের মাথায় হঠাৎ সামনে-পেছনে ঝাঁকুনি দিতে শুরু করে। মুহূর্তের জন্য গাড়িটি রাস্তার ভুল দিকে চলে যায়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘টেসলা যখন ডাবল-হলুদ লাইনের ওপর দিয়ে সঠিক লেনে পুনরায় প্রবেশ করে, তখন একটি হর্ন শোনা যায়।’
এটি গাড়ির স্বয়ংক্রিয়ভাবে সংশোধন ছিল নাকি রিমোট অপারেটরের হস্তক্ষেপে হয়েছে, তা পরিষ্কার নয়। তবে গাড়ির ভেতরের তত্ত্বাবধায়ককে কোনো কিছু করতে দেখা যায়নি।
শুধু ভুল লেন নয়, গতিসীমা অতিক্রমের ঘটনাও সামনে এসেছে। কিছু রোবোট্যাক্সি গাড়ি আশপাশের যানবাহনের প্রভাবে অনুমোদিত গতিসীমা অতিক্রম করেছে বলে দাবি করেছেন প্রাথমিক যাত্রীরা। তবে তা নিজস্ব গতির প্রয়োজনে নয়। অন্যদিকে, অস্টিনে পরিচালিত ওয়েমো তাদের স্বচালিত গাড়িগুলোর গতি সীমা কঠোরভাবে মেনে চলে। ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এই গাড়িগুলো শহরের জটিল ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলবে। প্রয়োজনে রিমোট অপারেটরের মাধ্যমে গাড়ি নিয়ন্ত্রণ করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা রাখা হবে।
এর আগে মে মাসে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছিলেন, প্রথম পর্যায়ে ডজনখানেক গাড়ি দিয়ে এই সেবা শুরু হবে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে এই রোবোট্যাক্সি সেবা টেসলার কর্মী বা আমন্ত্রিত অতিথিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাধারণ ব্যবহারকারীদের এই সেবা পেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
২০২৪ সালের অক্টোবর মাসে ‘সাইবারক্যাব’ নামে রোবোট্যাক্সি সেবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইলন মাস্ক। তার মতে, ‘সব টেসলা গাড়িতে থাকা ক্যামেরা ও সফটওয়্যারের মাধ্যমে যেকোনো টেসলা গাড়িকে রোবোট্যাক্সি হিসেবে ব্যবহার করা সম্ভব।’ তিনি এমন ভবিষ্যতের স্বপ্ন দেখেন, যেখানে স্বচালিত ট্যাক্সি হবে গণপরিবহনের মতো সাশ্রয়ী অথচ মানুষের চালনার চেয়ে আরও নিরাপদ।
টেসলার রোবোট্যাক্সি চালু এবং পরবর্তী সময়ে স্টিয়ারিং বিহীন সাইবারক্যাবের সম্ভাব্য প্রবর্তনের প্রত্যাশায় প্রতিষ্ঠানটির ‘ফুল সেলফ ড্রাইভিং (এফএসডি)’ প্রযুক্তি নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। চলতি মাসের শুরুতে ‘দ্য ডন প্রজেক্ট’ প্রদর্শনীতে দেখা যায়, একটি স্বচালিত টেসলা গাড়ি টানা আটবার শিশু আকৃতির ম্যানিকিনের ওপর দিয়ে চলে যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এই প্রযুক্তি নিয়ে বর্তমানে চারটি দুর্ঘটনার তদন্ত করছে।
টেসলা দাবি করছে, রোবোট্যাক্সি ভবিষ্যতের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। তবে বাস্তব পরিস্থিতি বলছে, এখনো নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে যথেষ্ট চ্যালেঞ্জ রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, রোবোট্যাক্সি প্রযুক্তিতে টেসলা এখনো প্রতিযোগীদের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। তবে এই পরীক্ষামূলক যাত্রা হয়তো ভবিষ্যতের স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থার প্রথম ধাপ হয়ে উঠবে।