
সহজ ও টেকসই যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া তাদের প্রথম বৈদ্যুতিক ভ্যানের একটি বিশেষ সংস্করণ উন্মোচন করেছে, যা হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি। ‘পিভি৫ ডব্লিউএভি’ নামের মডেলটিতে রয়েছে একাধিক সুবিধা, যা হুইলচেয়ার ব্যবহারকারীদের ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
প্রবেশ ও নিরাপত্তার ব্যবস্থা
পিভি৫ ডব্লিউএভি মডেলটিতে রয়েছে সাইড অ্যান্ট্রি সিস্টেম, যার মাধ্যমে হুইলচেয়ার ব্যবহারকারীরা রাস্তার পাশ থেকে সরাসরি গাড়িতে উঠতে পারেন। এতে রয়েছে ৩০০ কেজি ভার বহনক্ষম দ্রুত ব্যবহারের উপযোগী র্যাম্প, যা ভাঁজ করে সহজে রাখা যায়।
তৃতীয় সারিতে একটি টিপ-আপ সিট সংযুক্ত করা হয়েছে, যাতে অন্য যাত্রীরা হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীকে পাশ থেকে সহায়তা করতে পারেন। এ ছাড়া যুক্ত হয়েছে বিশেষায়িত হুইলচেয়ার বেল্ট-ফাস্টেনিং সিস্টেম, যা চলাচলের সময় যাত্রীকে স্থির রাখতে সহায়তা করে।
পিভি৫ ডব্লিউএভি মডেলটি তৈরি হয়েছে যুক্তরাজ্যের মবিলিটি অপারেশনসের সহযোগিতায়। মবিলিটি অপারেশনস যুক্তরাজ্যের যানবাহন লিজ পরিকল্পনায় কিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করে।
কিয়ার পিবিভি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সাং-ডে কিম বলেন, ‘অত্যাধুনিক পিবিভি প্রযুক্তিকে মানবিক ভাবনার সঙ্গে যুক্ত করে আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যেখানে সবার জন্য টেকসই পরিবহন ব্যবস্থা নিশ্চিত হবে। মবিলিটি অপারেশনসের সঙ্গে আমাদের অংশীদারি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের প্রতিশ্রুতির প্রমাণ।’ গত এক বছরে সিইএস ২০২৪-সহ কিয়ার বেশ কয়েকটি নতুন গাড়ির উন্মোচনের কেন্দ্রে ছিল এই পিবিভি প্রযুক্তি।
দাম
পিভি৫ মডেলের স্ট্যান্ডার্ড সংস্করণ যুক্তরাজ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। যদিও ডব্লিউএভি সংস্করণের দাম এখনো প্রকাশ করা হয়নি। তবে সাধারণ সংস্করণটির দাম শুরু হচ্ছে প্রায় ৪৪ হাজার ডলার থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ লাখ ৭৭ হাজার টাকা।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কিয়াকে বৈদ্যুতিক যানবাহনের বাজারে একটি সামাজিকভাবে দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।