
নিউইয়র্ক শহরের রাস্তায় আবারও দেখা যাবে স্বচালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ওয়েমোর গাড়ি। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, চলতি মাস থেকে তারা নিউইয়র্কে নতুন করে পরীক্ষা চালাবে। তবে এই পরীক্ষার প্রাথমিক পর্যায়ে গাড়িগুলো স্বচালিত না হয়ে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে, অনেকটা ২০২১ সালে ওয়েমো পরিচালিত ম্যাপিং পরীক্ষার মতো।
ওয়েমো জানিয়েছে, সান ফ্রান্সিসকো, ফিনিক্স ও লস অ্যাঞ্জেলেসের মতো নিউইয়র্কেও স্বচালিত রাইড-শেয়ারিং সেবা চালু করতে চায় তারা। তবে এ পথে একটি বড় বাধা হচ্ছে নিউইয়র্কের বর্তমান আইন, যেখানে চালকবিহীন গাড়ি চালানোর অনুমতি নেই।
ওয়েমো এই সমস্যার সমাধানে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন-এর কাছে একটি পারমিটের আবেদন করেছে, যাতে প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটরের তত্ত্বাবধানে গাড়িগুলো স্বচালিতভাবে চালানো যায়। অনুমোদন পেলে এটিই হবে নিউইয়র্ক শহরে প্রথমবারের মতো স্বচালিত গাড়ির পরীক্ষামূলক চলাচল।
২০২১ সালের পরীক্ষায় ওয়েমোর মূল লক্ষ্য ছিল শহরের জটিল ট্রাফিক পরিস্থিতি এবং বরফ বা তুষারপাতের পরিবেশে গাড়ি চালানোর সক্ষমতা যাচাই করা। প্রতিষ্ঠানটি আগে তুলনামূলকভাবে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার শহরে সেবা দিয়েছে। তবে নিউইয়র্কের মতো ঘনবসতিপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ পরিবেশে স্বচালিত গাড়ির কার্যকারিতা প্রমাণ করা এখন বড় চ্যালেঞ্জ।
নিউইয়র্কের বাইরে ওয়েমোর কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রয়েছে। সম্প্রতি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসে সেবা এলাকা আরও বাড়ানো হয়েছে। মার্চে উবারের সহযোগিতায় ওয়েমো অস্টিনেও প্রবেশ করেছে। আগামী এক বছরের মধ্যে আরও কয়েকটি শহরে পরীক্ষামূলক চালনা বা অর্থের বিনিময়ে যাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।
তবে নিউইয়র্কের মতো শহরে পূর্ণমাত্রায় স্বচালিত ট্যাক্সি সেবা চালু করা এখনো বড় এক ধাপ বাকি, যা আইনি অনুমোদন ও স্থানীয় ব্যবস্থাপনার ওপর নির্ভর করছে।