চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এ বছর চারটি ইউনিটে চারুকলা ছাড়া ঢাবিসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২১ দিন বা তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশের জন্য লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। তবে বাকি প্রতিটি ইউনিটের সঙ্গে সমন্বয় করতে ২৮ দিন বা চার সপ্তাহও লেগে যেতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
শনিবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। চার ইউনিটে মোট ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৩০ ভর্তিচ্ছু।
সবগুলো ভর্তি পরীক্ষা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে। যদিও কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপে গুজব ছড়িয়ে দেয় এক চক্র। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ওই চক্রটিকে আটক করা হয়। তবে শুরু থেকে এমন ঘটনাকে গুজব আখ্যা দিয়ে প্রশ্ন ফাঁসের কোনো ধরনের সুযোগ নেই দাবি করে আসছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে প্রতিটি ইউনিটের পরীক্ষা শুরুর তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশের একটি লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।
তিনি খবরের কাগজকে বলেন, ‘প্রতি ইউনিটের পরীক্ষা শুরু তিন সপ্তাহের মধ্যে ফল প্রকাশের একটি লক্ষ্য রয়েছে। আশা করছি এই সময়ের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে। যদিও বাকি ইউনিটগুলোর সঙ্গে ফল প্রকাশে সমন্বয় করতে কিছুটা কমবেশি সময় লেগে যেতে পারে।’
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাবির ভর্তির ওয়েবসাইটের (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।