ঢাকা ১৭ কার্তিক ১৪৩১, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

জবিতে চারদিন অফলাইনে ক্লাস, মঙ্গলবার অনলাইনে

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম
আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম
জবিতে চারদিন অফলাইনে ক্লাস, মঙ্গলবার অনলাইনে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : খবরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন আগামী রবিবার (৫ মে) থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রতি মঙ্গলবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।

মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণের বিষয়ে ৩০/০৪/২০২৪ খ্রি. মঙ্গলবার বেলা ১১:৩০ টায় মাননীয় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ০৫/০৫/২০২৪ খ্রি. রবিবার হতে সকাল ৮:০০ টা থেকে বেলা ২:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে, তবে ০৭/০৫/২০২৪ খ্রি. হতে সপ্তাহের প্রতি মঙ্গলবার অনলাইনে ক্লাস চলবে। তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হলো।

রেজিস্ট্রার আইনুল ইসলাম বলেন, আগামী রবিবার থেকে সপ্তাহে চারদিন অফলাইনে ক্লাস-পরীক্ষা চলবে। শুধুমাত্র মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।

শুধু মঙ্গলবার কেন অনলাইন ক্লাস? এ প্রশ্নের জবাবে জবি উপাচার্য সাদেকা হালিম বলেন, এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনলাইনে ক্লাস হতো, সেই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত।

দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জবি প্রশাসন।

মুজাহিদ/পপি/

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:১০ পিএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম
সাত কলেজের অধিভুক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। ছবি: খবরের কাগজ

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়ের  মধ্যে কোনো যৌক্তিক সমাধান না পেলে ২০১৯ সালের মতো ‘লাগাও তালা, বাঁচাও ঢাবি’ কর্মসূচি করার হুশিয়ারি দেওয়া হয়েছে।  

শুক্রবার (১ নভেম্বর) উপাচার্যের বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রাইয়ান ফেরদৌস।

এ সময়ের মধ্যে অধিভুক্তি বাতিল করা না হলে মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং বিশ্ববিদ্যালয় ভবনে তালা ঝুলানোর মতো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের বোঝা বহন করতে গিয়ে পড়াশোনা এবং র‌্যাংকিংয়ে পিছিয়ে যাচ্ছে। সাত কলেজের দুই লক্ষাধিক শিক্ষার্থীর বোঝা বহনের সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেই। এই বোঝা কাঁধে নেওয়ার ফলে সাত কলেজের শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য ঢাবিতে একটা নির্দিষ্ট জায়গা করা হবে, যেখান থেকে তাদের জন্য কার্যক্রম চালানো হবে। এ নিয়ে গণমাধ্যমে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল ইসলামের এমন মন্তব্য প্রত্যাখান করে রাইয়ান ফেরদৌস বলেন, ‘এ নিয়ে সিদ্ধান্ত নেবে ঢাবি, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে কী হবে আর কী হবে না তার সিদ্ধান্ত একান্তই ঢাবির। আমরা এমন মন্তব্যের নিন্দা জানাচ্ছি।’

৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে আরেক শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি, এর মধ্যে যদি অধিভুক্তি বাতিল না করা হয় তাহলে ৭৩ ঘণ্টায় গিয়ে মঙ্গলবারে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। এরপরও দাবি না মানা হলে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলানো হবে।’

সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

সাত কলেজ ইস্যুতে বৈঠক করবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠককের সিদ্ধান্তের ব্যাপারে সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তররের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, ‘ সরকারের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ইতোপূর্বে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপদেষ্টারাসহ সরকারের বিভিন্ন উচ্চমহলে আলাপ করেছে। সরকারও বিষয়টির জনগুরুত্ব বিবেচনা করে আন্তরিকতার সঙ্গে সাড়া দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে (সম্ভাব্য আগামী রবিবার) এ বিষয়ে একটি জরুরি বৈঠক আয়োজনের ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।’

এতে আরও বলা হয়, ‘সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি করে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, সরকারি সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে এ বিষয়ে আরও আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমেই এব্যাপারে একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব।’

/আরিফ জাওয়াদ/সুমন/এমএ/

বেরোবিতে দীপাবলি উদযাপন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পিএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম
বেরোবিতে দীপাবলি উদযাপন
বেরোবিতে প্রদীপ প্রজ্বালন করছেন শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরের সামনে গিয়ে শেষ হয়।  

এই আয়োজনে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 

একই সঙ্গে মিডিয়া চত্বরের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে দীপাবলি উদযাপন করেন শিক্ষার্থীরা।

উচ্ছ্বসিত শিক্ষার্থীরা খবরের কাগজকে বলেন, দীপাবলির মূল মন্ত্রণা হলো- প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জগতের সব অন্ধকার কাটানো। প্রদীপের আলো সবাইকে আলোকিত করে সুন্দর এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে সহায়ক হওয়ার পাশাপাশি সবার জীবনে সার্বিক সুপ্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করছি। 

এ সময় এ উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান  শিক্ষার্থীরা। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী পঙ্কজ রায় খবরের কাগজকে বলেন,  ‘আজকে আমরা যে প্রদীপ প্রজ্বালন করলাম, সেটির মাধ্যমে যেন জগতের যত আঁধার আছে তা কেটে যায় এবং সবার মধ্যে যেন শান্তি বিরাজ করে এই আশা রইল। প্রদীপ প্রজ্বালন মূলত এই শান্তির বার্তা নিয়েই আসে। আমরা সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা চার দিন থেকে এই প্রস্তুতি নিয়েছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা সেটি সুষ্ঠুভাবে পালন করছি।’

গাজী আজম/নাইমুর/পপি/

সিকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পিএম
সিকৃবিতে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ছবি : খবরের কাগজ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। এর মাধ্যমে সিকৃবির গত কয়েকদিনের অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। 

এর আগে সকাল ১১টার দিকে প্রক্টর, রেজিস্ট্রারের পদত্যাগসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রায় ৫০ জন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে অবরুদ্ধ করে ভবনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদী স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও একটি ছাত্র সংগঠনের ব্যানার ক্যাম্পাসে লাগানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেননি তারা। যার প্রেক্ষিতে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ২৪ অক্টোবর সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এ ছাড়া প্রশাসন বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীদের আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ও রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছে, যা অপমানজনক। প্রক্টর ও রেজিস্ট্রার অবিলম্বে ক্ষমা চেয়ে পদত্যাগ না করা পর্যন্ত আমরা সব একাডেমি কার্যক্রম বর্জন করেছি।’

আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম ইসলাম জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৮ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের সব একাডেমি কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে। গতকাল এ বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৩০ সদস্যের শিক্ষার্থী দলের সঙ্গে আলোচনায় করা হলেও আলোচনা ফলপ্রসূ হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের টানানো দুটি ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কিছু বহিরাগত এতে যোগ দেয় বলে অভিযোগ ওঠে। এতে প্রক্টরসহ মোট ১০ জন আহত হন। এরপর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা।

নাবিল/সালমান/

নতুন ভিসি ও প্রো-ভিসি পেল বশেমুরবিপ্রবি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পিএম
নতুন ভিসি ও প্রো-ভিসি পেল বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবিতে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে প্রো-ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, ভিসি ও প্রো-ভিসির মেয়াদ হবে যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর। এই পদের জন্য তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

নাবিল/সালমান/

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রেজুয়ানুল হক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক রেজুয়ানুল হক
নোবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে গত (২১ আগস্ট) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

কাউছার আহমেদ/এমএ/