দেশের সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (১০ মে) সকাল ১১টায় শুরু করে বেলা ১২টায় পর্যন্ত এই দুটো পৃথক পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হওয়া বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শতকরা প্রায় ৯০ শতাংশ অংশ নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভর্তি পরীক্ষার কারিগরি কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাসিম আখতার খবরের কাগজকে বলেন, ‘সি-ইউনিটের মধ্য দিয়ে এবারে গুচ্ছ ভর্তি সমাপ্তি হয়েছে। পুরো পরীক্ষাজুড়ে প্রশ্ন পাঠানো থেকে শুরু করে উত্তরপত্র পাঠানো পর্যন্ত পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল৷ সব মিলিয়ে একটি গোছানো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’
ফলাফল প্রসঙ্গের বিষয়ে তিনি বলেন, বাকি দুই ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সি ইউনিটের ফলাফল আশা করছি শনিবার-রবিবারের মধ্যে প্রকাশ হয়ে যাবে।
ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৯ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭৮৯ জন আবেদন করেছিল। সেই হিসেবে আসন প্রতি অংশ নিয়েছিলেন প্রায় ২ জন ভর্তিচ্ছু।
পরীক্ষা চলাকালীন ভর্তি পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
উল্লেখ্য, শনিবার (১১ মে) অধিভুক্ত সাত কলেজের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিন সকাল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ৪ হাজার ৮৯২টি আসনের বিপরীতে অংশ নেবে ১৬ হাজার ৯৫০ জন ভর্তিচ্ছু। সেই আসন প্রতি অংশ নেবে প্রায় ৩ জন ভর্তিচ্ছু। আগামী ১৭ মে অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd) এর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফলসহ অন্যান্য বিস্তারিত জানতে পারবেন।
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ), চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুনামগঞ্জ) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিরোজপুর)।
ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
আরিফ জাওয়াদ/এমএ/