চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের শিক্ষার্থীদের আন্দোলনে তোপের মুখে তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্যের সচিব বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি।
আবেদনপত্রে তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৩/০৩/২০২৪ ইং তারিখের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭৯.১১.০৪১.২৩.৯৭-এর প্রজ্ঞাপন অনুযায়ী ২০/০৩/২০২৪ তারিখের পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে আমাকে উপাচার্যের দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করে আমার মূল বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।’
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ খবরের কাগজকে বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের চ্যান্সেলরের কাছে অব্যাহতি চেয়েছেন। অব্যাহতি দেবেন তিনি (চ্যান্সেলর) বা শিক্ষা মন্ত্রণালয়। তবে এখনো অব্যাহতির নোটিশ আসেনি।’
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের ওপরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় উপাচার্যের পদত্যাগের আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আলটিমেটামের পরও পদত্যাগ না করায় রবিবার তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মাহফুজ শুভ্র/সাদিয়া নাহার/অমিয়/