শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটামের মধ্যেই পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রেজিস্ট্রারসহ ৬ কর্মকর্তা।
মঙ্গলবার (১৩ আগস্ট) উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান।
অন্যদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল এবং অধ্যাপক ড. মাহবুবুল হাকিম রেজিস্ট্রার দপ্তর বরার তাদের পদত্যাগ পত্র জমা দেন।
এর আগে ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করায় এবং উপাচার্য বরাবর পদত্যাগ পত্র জমা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান জানান, উপাচার্য দপ্তর বন্ধ থাকায় আমার পদত্যাগ পত্রটি রেজিস্ট্রার দপ্তরে জমা দিয়েছি। যখন সবকিছু আবার সচল হবে তখন সেটি সেখানে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা এখনো পদত্যাগ করেননি তাদের পদত্যাগের দবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম। বিজ্ঞপ্তিতে বলা হয়, "গত ৭ আগস্ট ২০২৪ তারিখে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়েছিলাম যে ২৪ ঘণ্টার মধ্যে শাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতি নেতারাসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।
কিন্তু আমরা লক্ষ্য করছি যে, ইতোমধ্যে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, মেডিকেল প্রশাসক, পরিবহণ প্রশাসক, গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রক্টরিয়াল টিম ও ৬টি আবসিক হলের হল প্রভোস্ট বডির সদস্যরা পদত্যাগ করেছেন। তবে নির্লজ্জ প্রশাসনের অনেকেই এখনো পদত্যাগ করেনি। যার মধ্যে রয়েছেন রেজিস্ট্রার ফজলুর রহমান, ভিসির পিএস কবির হোসেন ও এপিএস সাঈদুর রহমান মিঠু , প্লানিং এন্ড ডেভেলপমেন্ট এর পরিচালক একেএম ফেরদৌস, চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, মহাবিদ্যালয় পরিদর্শক তাজিম উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক মাসুম, আইএমএল এর পরিচালক অধ্যাপক ড. আলমগীর তৈমুর, লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. আজিজুল বাতেন।
যেসব শিক্ষকেরা ইতোমধ্যে পদত্যাগ করেছেন আমরা তাদের স্বাগত জানাচ্ছি। তবে যারা এখনো পদত্যাগ করেন নি। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তা না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করবে। এমনকি আমাদের দাবি মেনে পদত্যাগ না করে তারা জনরোষের শিকার হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়ী থাকবে না।
ইসফাক আলী/এমএ/