ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২, শুক্রবার, ১৩ জুন ২০২৫
English
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যবিপ্রবি উপাচার্য

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম
তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যবিপ্রবি উপাচার্য
অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ড. মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিরতা বিরাজমান এবং পুনরায় প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও সেশন জ্যাম হওয়ার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায়, আমার পক্ষে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। আমি এই ২২ আগস্ট ২০২৪ হয়ে আমার উপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য হিসেবে অর্পিত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করছি। 

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ ভিসি’র অনুসারীদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসি সসম্মানে পদত্যাগ না করলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলাকালীন সময়ে গত তিনদিনে যবিপ্রবির ট্রেজারার, প্রক্টরিয়াল বডি, শহিদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট বডি, পরিবহন প্রশাসক, উপাচার্যের একান্ত সচিব, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন ও আইসিটি সেলের পরিচালক পদত্যাগ করেন।

মুতালেব হোসেন/এমএ/

খবরের কাগজে সংবাদ প্রকাশ শাবিপ্রবির হলের বিড়ালের নিরাপত্তায় ব্যবস্থা নেবে প্রশাসন

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৫:৫৪ পিএম
শাবিপ্রবির হলের বিড়ালের নিরাপত্তায় ব্যবস্থা নেবে প্রশাসন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের ওয়াশরুমে গলাকাটা দুটি বিড়ালছানার মরদেহ পাওয়ার পর হল প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তায় কার্যকরী ব্যাবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম।

গতকাল (১১ জুন) খবরের কাগজে ‘শাবিপ্রবির হলে কার্টনে গলাকাটা ২ বিড়ালছানা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

বৃহস্পতিবার (১২ জুন) হল প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধীকে খোঁজে বের করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ চেক করার পাশাপাশি হলে অবস্থানরত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিসিটিভি ফুটেজ ওয়াশরুম পর্যন্ত কভারেজ না দেওয়ায় বিড়াল হত্যার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত খবরের কাগজকে বলেন, বিষয়টি সম্পর্কে আমরা ইতোমধ্যে অবগত হয়েছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয় খোলার পর এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলব।

সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বলেন, আমরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ চেক করাসহ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে আমাদের ধারনা কোনো বন্যপ্রাণী হলে প্রবেশ করে এ কাজটা করেছে।

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে হলের বিড়ালের নিরাপত্তা ব্যবস্থা জোরদাারে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, হলের আশেপাশে যেসব খোলা জায়গা আছে সেসব জায়গায় নেট দিয়ে বেড়া দেওয়ার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের আরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

শুধু গতকাল নয়, এর আগের দিন মঙ্গলবারও হলের চতুর্থ তলায় একইভাবে দুটো বিড়ালছানার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিটি বিড়ালছানারই শুধু গলায় বা এর আশেপাশে ক্ষতচিহ্ন ছিল। শরীরের আর কোথাও কোনো ক্ষতচিহ্ন ছিল না।

ইসফাক আলী/অমিয়/

চীনে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন নোবিপ্রবির দুই শিক্ষক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:১৮ পিএম
চীনে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন নোবিপ্রবির দুই শিক্ষক
আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুইজন শিক্ষক যোগ দিচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য ইয়ুথ লিডারস ডেলিগেশনে। বাংলাদেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, সাংবাদিক, অন্যান্য-সহ সর্বমোট ২৫ জন এ আয়োজনে অংশগ্রহণ করবেন। 

সাংহাই ইনিস্টিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিস এবং সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) এর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ইয়ুথ লিডারস ডেলিগেশনে যোগ দিচ্ছেন নোবিপ্রবির আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুল করিম, ফলিত গনিত বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল করিম। 

মূলত, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করা এবং দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে সিসিএস এ আয়োজন করেছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় এবং সাংস্কৃতিক আদান-প্রদান।

উক্ত সফরের যাবতীয় সকল খরচ, রিটার্ন এয়ার টিকিট, ভ্রমণ বীমা, আবাসন এবং স্থানীয় যাতায়াত খরচ বহন করবে সিসিএস।

কাউসার আহমেদ/মাহফুজ

শাবিপ্রবির হলে কার্টনে গলাকাটা ২ বিড়ালছানা

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট: ১১ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
শাবিপ্রবির হলে কার্টনে গলাকাটা ২ বিড়ালছানা
ছবি: খবরের কাগজ

একটি কাগজের বক্স (কার্টন)। তাতে মৃত দুটো বিড়ালছানা। কীভাবে মারা গেল? খোঁজ নিতে গিয়ে মৃত বিড়ালছানা দুটোতে পাওয়া গেছে ভয়ংকর নৃশংসতার চিহ্ন। পোষা বিড়ালছানা দুটোকে গলা কেটে নির্দয়ভাবে হত্যা করে হলের ওয়াশরুমের ফ্লোরে ফেলে রাখা হয়।

ঘটনাটি ঘটেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে। 

বুধবার (১১ জুন) সকালে আবাসিক হলের ওয়াশরুমে গলাকাটা অবস্থায় মৃত দুটো বিড়ালছানা উদ্ধার করা হয়।

হলের নিরাপত্তাকর্মী বিষয়টি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজের মাধ্যমে বিড়ালছানা দুটোর হত্যার বিষয়টি জানালে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা শুরু হয়। অনেকে বিড়ালছানা দুটির হন্তারকদের শনাক্ত করে শাস্তির দাবিও করছেন।

জানা যায়, আবাসিক হলের ক্লিনাররা হলের একটি ওয়াশরুমের ফ্লোরে গলা কাটা অবস্থায় দুটো বিড়ালের বাচ্চার মৃতদেহ দেখতে পান। পরবর্তীতে হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট সবাইকে জানানোর পাশাপাশি হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানানো হয়।

গলা কেটে বিড়ালছানার হত্যার বিষয়টি প্রত্যক্ষ করা হলের আবাসিক শিক্ষার্থী মো. বিন মনজুর আজমাইন বলেন, ‘এই জঘন্য অপরাধী বিশ্ববিদ্যালয়ের কেউ হলে এমন বিকৃত মস্তিষ্কের কারো সঙ্গে ক্লাস বা কর্মচারী হিসেবে দেখতে চাইব না। অপরাধীকে দ্রুত খুঁজে বের করে তাকে হল থেকে বহিষ্কারের পাশাপাশি সম্ভব হলে ভার্সিটি থেকে বহিষ্কার করার ব্যবস্থা করা দরকার।’

যোগাযোগ করলে সৈয়দ মুজতবা আলী হলের সহকারী প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হান্নান প্রধান খবরের কাগজকে বলেন, বিষয়টি জানার পর আমরা ইতিমধ্যে অপরাধীকে খোঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুত অপরাধীকে খোঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

ইসফাক আলী/অমিয়/

নাস্তিক আখ্যা দেওয়ায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:০৭ পিএম
আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
নাস্তিক আখ্যা দেওয়ায় ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
ছবি: খবরের কাগজ

স্থানীয় এলাকাবাসীদের নাস্তিক আখ্যা দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১০ জুন) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শাকিল আহমেদ ওই এলাকার নাসিরুদ্দিন আহমেদের ছেলে।

শাকিলের সহপাঠী সূত্রে জানা গেছে, প্রায় ৭ থেকে ৮ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলামিক একটি বিষয়ে আপত্তিকর বিষয়ে মন্তব্য করেন শাকিল। যদিও পরে ভুলবশত বলে সেটি সরিয়ে নেন। গত ৯ জুন ওই মন্তব্য নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা শাকিলকে নাস্তিক আখ্যা দেয় এবং বিচারের দাবি তোলেন। 

এ নিয়ে আত্মহত্যার পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন শাকিল।

স্ট্যাটাসে শাকিল উল্লেখ করেন, ‘আমি নাস্তিক নই, গ্রামের সবাই আমাকে নাস্তিক বলছে, আমি জানি আর আমার আল্লাহ জানে আমি নবি মুহাম্মদ (সা.) কে কোন কটূক্তি করি নি, আমাকে নিয়ে আমার বাবা অনেক গর্ব করত, গ্রামের সবাই আমাকে অনেক সম্মান করত আজ আমি আমার নিজের আপন মানুষের কাছে আমার সম্মান হারিয়েছি...’

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম গণমাধ্যমকে বলেন, ‘সকালে বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।’

এদিকে শাকিলের আত্মহত্যায় জড়িত মব সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মঙ্গলবার ছাত্রফ্রন্টের সদস্য রাজেকুজ্জামান জুয়েলের পাঠানো বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক আকাশ আলীর যৌথ বিবৃতিতে বলা হয়, ‘৯ জুন দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ক্রমাগত হুমকির মুখে আত্মহত্যা করেছে বলে জানা যায়। মৃত্যুর আগে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে যান, তার সঙ্গে কতিপয় ব্যক্তির ভুল বোঝাবুঝির জের ধরে তার উপর অনলাইন মব চালানো হয় এবং তার পরিবারের ওপর হুমকি দেওয়া হয়। ১ বছরের পুরোনো একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে তার নামে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তোলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি ফেসবুকে বেশ কয়েকবার ক্ষমা চেয়েও মবের হাত থেকে রক্ষা পাননি। শাকিল মব ভায়োলেন্স এড়ানোর জন্যই আত্মহত্যার পথ বেছে নেন।’

মব সৃষ্টিকারীদের বিচারের দাবি জানিয়ে বলা হয়, ‘বিচারহীনতার সংস্কৃতি এবং সংঘবদ্ধ সহিংসতার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাই শাকিলের অকাল মৃত্যুর জন্য দায়ী। শাকিলের আত্মহত্যায় জড়িত মব সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।’

মেহেদী/

চবিতে ঈদুল আজহায় শিবিরের মধ্যাহ্নভোজ

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:২৯ এএম
চবিতে ঈদুল আজহায় শিবিরের মধ্যাহ্নভোজ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

এ ছাড়াও ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় কোরবানির মাংস বিতরণ এবং ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সংগঠনটি।

রবিবার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিনে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও আয়োজন ছিল।

মুসলিম ছাত্রদের জন্য সোহরাওয়ার্দী হল, মুসলিম ছাত্রীদের জন্য শামসুন্নাহার হল, ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রদের জন্য অতীশ দিপঙ্কর হলে এবং ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রীদের জন্য নবাব ফয়জুন্নেছা হলে এ ভোজের ব্যবস্থা করা হয়।

ছাত্রশিবির চবি শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, প্রতিবছরই ঈদে বিভিন্ন কারনে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন তাদের ঈদকে উপভোগ্য করতে ছাত্রশিবির সাধ্যানুযায়ী বিভিন্ন আয়োজন রাখে। এর ধারাবাহিকতায় এ বছরও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ঈদের দিন এবং আজকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি আমরা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার মানুষের মাঝে কোরবানির গোশত দিয়েছি।

তাছাড়া, ঈদের পূর্বের জুমার সালাতে খতিবদের মাধ্যমে ক্যাম্পাস এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক বার্তা এবং ঈদের দিন বিকেলে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। আমরা একটি নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে আগামীতেও কাজ করে যাব।

বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ঈদের দিন শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করার সিদ্ধান্ত জেনে আমরা ঈদের দ্বিতীয় তথা আজকে আমাদের আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ঈদের দিন কোন আয়োজন রাখেনি। এ কারণে আমরা তাৎক্ষণিক পরিকল্পনা নিয়ে ঈদের দিন দুপুরে অনাবাসিক শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করি।

মাহফুজ শুভ্র/অমিয়/