ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ অনুষদে নতুন ডিন, ১১ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটসেরর ১৮ (১) ধারা অনুযায়ী হল প্রাধ্যক্ষদের নিয়োগ এবং ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ৮ অনুষদের ডিনদের নিয়োগ প্রদান করা হয়েছে।
নবনিযুক্ত ডিনরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান (কলা অনুষদ), রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম (বিজ্ঞান অনুষদ), আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ (আইন অনুষদ), ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (বিজনেস স্টাডিজ অনুষদ), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ (জীববিজ্ঞান অনুষদ), ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ (আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ) এবং মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চারুকলা অনুষদ)।
অন্যদিকে ১১ হলের প্রাধ্যক্ষরা হলেন- জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন (সলিমুল্লাহ মুসলিম হল), মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দেবাশীষ পাল (জগন্নাথ হল), ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ্ (শহীদ সার্জেন্ট জহুরুল হক হল), রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম (রোকেয়া হল), জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান (হাজী মুহম্মদ মুহসীন হল), স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিন সুলতানা (শামসুন নাহার হল), মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন (মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল), সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবা সুলতানা (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল), গণিত বিভাগের অধ্যাপক ড. ছালমা নাছরীন (কবি সুফিয়া কামাল হল) এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. স ম আলী রেজা (বিজয় একাত্তর হল)।
জগন্নাথ হলের নতুন প্রাধ্যক্ষ চান না শিক্ষার্থীরা, মাঝরাতে উপাচার্যের বাসভবনে অবস্থান
বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবে দেবাশীষ পালকে নিয়োগ দেওয়ায় মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন হলটির শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের দাবি, দলীয় কোনো প্রাধ্যক্ষ থাকবে না। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
একপর্যায়ে বাসভবন থেকে বেরিয়ে আসেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ‘আলোচনার ভিত্তিতেই হলের প্রভোস্ট নিয়োগসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে। এই বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ হলের প্রাধ্যক্ষ নিয়োগের বিষয়টি স্থগিত রাখা হবে।’ পরে উপাচার্যের এমন আশ্বাসে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
আরিফ জাওয়াদ/এমএ/