ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ ও অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী। এ নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ‘আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, আমরা রাজনীতিমুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। ক্যাম্পাসে ডাকসু ব্যতীত কোনো ধরনের দলীয়, লেজুড়বৃত্তিক রাজনীতি চলবে না। রবিবার (আজ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা রয়েছে, আমাদের দাবি- সেখানে যেন সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্যকে স্মারকলিপি প্রদানকালে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে তিনি সিন্ডিকেট সভায় আলোচনা করবেন।’
৯০ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম ইমন বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে ডাকসু নির্বাচন দিতে হবে। ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হলে তারা কোনো দলকে খুশি করার জন্য দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে না এবং স্বয়ংক্রিয়ভাবে জবাবদিহিমূলক রাজনীতি চালু হয়ে আসবে।’
আরেক শিক্ষার্থী হৃদয় আহমেদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক দফা ছিল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু সেই কথাটি অনেকেই এখন ঘুরিয়ে-ফিরিয়ে বলার চেষ্টা করছেন। দলীয় রাজনীতি নিষিদ্ধ হলেই দখলদারত্ব, লেজুড়বৃত্তি রাজনীতির রাস্তা এমনিতেই বন্ধ হয়ে যাবে।’
এর আগে দুই দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। দাবি দুটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন আয়োজন।