২০০৬ থেকে ২০২৪। সময়টা ১৮ বছরের। এই পুরো সময় কিশোর-তরুণদের পাঠাভ্যাস তৈরিতে নিরলস কাজ করে চলছে প্রতিষ্ঠানটি। গুটিকয় শিক্ষার্থী নিয়ে ১৮ বছর আগে যে যাত্রা শুরু হয়েছিল, তা এখন অযুত স্বপ্নের ডালপালা মেলেছে। শহর পেরিয়ে গ্রাম, উপজেলা, জেলা, বিস্তৃত হয়েছে কার্যক্রম। বইয়ের আলো ছড়িয়ে যাচ্ছে স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে।
‘ইনোভেটর’ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ২০০৬ সালে। সে সময়টাজুড়ে আছে জঙ্গিবাদের উত্থান, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আর তারুণ্যের নিদারুণ ক্ষয়ে যাওয়ার স্মৃতি। সিলেটের একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে ইনোভেটর প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন সমাজকর্মী রেজওয়ান আহমদ এবং শিক্ষক ও সংগঠক প্রণব কান্তি দেব।
বিজয়ের মাস ডিসেম্বরে বই বিতরণ, ভাষার মাসে পরীক্ষা আর স্বাধীনতার মাসে পুরস্কার বিতরণ- এভাবেই নির্ধারিত হয় ইনোভেটরের বইপড়া উৎসবের গতিপথ। এই উৎসবের পাশাপাশি বই বিনিময় উৎসব, বই আলোচনা প্রতিযোগিতা, কুইজ, সেমিনার, বিতর্ক ইত্যাদি বই নিয়ে বিভিন্ন আয়োজন করে চলেছে সংগঠনটি। লক্ষ্য একটাই, আগামী প্রজন্ম যেন বেড়ে ওঠে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আদর্শ ধারণ করে। দিনে দিনে বাড়ছে পড়ুয়ার সংখ্যা। এমনকি করোনা সংক্রমণের কারণে সবকিছুতেই যখন স্থবিরতা নেমে এসেছিল, তখনো থেমে থাকেনি ইনোভেটরের কার্যক্রম। ঘরবন্দি সে সময়ে সংগঠনটি আয়োজন করে অনলাইনে বইপড়া কর্মসূচির। এখন প্রতিবছর এই কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী অংশ নেয়। শহর পেরিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকেও শিক্ষার্থীরা অংশ নেয় এতে।
বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম থাকলেও ইনোভেটরের সবচেয়ে বড় কর্মসূচি বইপড়া উৎসব। প্রতিবছরের ডিসেম্বর থেকে মার্চ- এই তিন মাস চলে উৎসব। অক্টোবর-নভেম্বর মাসে শুরু হয় রেজিস্ট্রেশন। এর পর উৎসব করে শহিদ মিনার প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের হাতে নির্বাচিত বই তুলে দেওয়া হয় ডিসেম্বরে। সবার বই পড়া নিশ্চিত করতে বিতরণ করা বইয়ের ওপর একটি পরীক্ষা নেওয়া হয় ফেব্রুয়ারিতে। আর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় মার্চে। এ পর্যন্ত মোট ১৭ হাজার ৭৭৬ শিক্ষার্থী সরাসরি বইপড়া উৎসবে অংশ নিয়েছে বলে জানিয়েছেন তারা।
ইনোভেটরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি একটি নির্বাচিত গ্রন্থতালিকাও তৈরি করেছে ইনোভেটর। আশার কথা, ইনোভেটর বাংলাদেশের বইপড়ার সংস্কৃতিতে প্রতিনিয়ত যুক্ত করে চলেছে নতুন নতুন পালক। তিন বছর ধরে সিলেট জেলা পরিষদ এগিয়ে এসেছে বইপড়া উৎসবের পৃষ্ঠপোষকতায়। এ বছর সিলেটের সব কটি উপজেলায় ‘জেলা পরিষদ, সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব’-এর আয়োজন চলছে।
কলি