ঢাকা ২১ কার্তিক ১৪৩১, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০২:২৪ পিএম
চাঁবিপ্রবির উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি
অধ্যাপক ড. মো. নাছিম আখতার

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে অব্যাহতি দিয়ে আগের পদে যোগদানের অনুমতি দেন।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েব সাইটে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করে।

জনস্বার্থে জারি করা এই আদেশের অনুলিপি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি পালনে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগের নেতাদের নিয়ে বাধা দেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের হুমকি ধমকি দেয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে চলে যান। পরে ঢাকায় বসে বিভিন্ন দিক নির্দেশনা দেন বলে শিক্ষকরা জানান।

অমিয়/

বেরোবির নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০১:২৭ পিএম
বেরোবির নতুন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নতুন রেজিস্ট্রার পদে যোগদান করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ। বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে গঠিত সার্চ কমিটির সভার সুপারিশে তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) তিনি এই পদে যোগদান করেন। 

ড. মো. হারুন-অর-রশীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি একই বিভাগ থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এদিকে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে বিকেলে সিন্ডিকেট রুমে হারুন-অর-রশীদ শ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত সকলে নবনিযুক্ত রেজিস্ট্রারকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, সাবেক রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ছাত্র পরার্ম ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে নবনিযুক্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

গাজী আজম/জোবাইদা/

‘সরকারি ব্যয়ে অনিয়ম সহ্য করা হবে না’

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
‘সরকারি ব্যয়ে অনিয়ম সহ্য করা হবে না’
সভায় বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ছবি : সংগৃহীত

সরকারি অর্থ ব্যয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

ইউজিসি অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরে এডিপিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউজিসির কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।’

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন। 

সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক আবু নঈম শেখ, ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

 

অবকাঠামো নিয়ে বৃহত্তর পরিকল্পনা নেবে ইউজিসি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অবকাঠামো নিয়ে বৃহত্তর পরিকল্পনা নেবে ইউজিসি
কমিশনের আবাসিক এলাকা পরিদর্শন করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ছবি : সংগৃহীত

নতুন অবকাঠামো নির্মাণের জন্য বৃহত্তর পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

মঙ্গলবার (৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ কমিশনের আবাসিক এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান। 

তিনি বলেন, ‘কমিশন ভবন, চেয়ারম্যানের বাসভবন এবং কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুবিধা সম্প্রসারণে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে। ইউজিসির দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। ধানমন্ডিতে ইউজিসি চেয়ারম্যানের পুরোনো অফিস কাম বাসভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ করা হবে। আবসিক এলাকার পরিবেশ অক্ষুণ্ন রেখে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’ 

ইউজিসির আবাসিক এলাকা পরিদর্শনকালে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম
অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা আগামী সপ্তাহের মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিলের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় ঢাবি শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে সাত কলেজর অধিভুক্তি বাতিলের দাবিতে কোনো দৃশ্যমান সিদ্ধান্ত বা পরিকল্পনা না নেওয়া হয় তবে পরবর্তী সময়ে বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হবে। সেটি ২০১৯ সালের মতোও হতে পারে বা তার চেয়ে বেশিও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘২০১৯ সালে টানা পাঁচ থেকে ছয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিয়েছিলাম।’

আরিফ জাওয়াদ/সুমন/অমিয়/

বেরোবিতে আরও ৬ যুগল আটক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ এএম
আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
বেরোবিতে আরও ৬ যুগল আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ যুগলকে আটক করা হয়েছে। ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবারও ছয় যুগলকে আটক করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করেন।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রথমবারের মতো তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যদি ভবিষ্যতে অনৈতিক কর্মকাণ্ড করে তা হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। 


গাজী আজম/মেহেদী/অমিয়/