সভায় বক্তব্য রাখেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ছবি : সংগৃহীত
সরকারি অর্থ ব্যয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
ইউজিসি অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থবছরে এডিপিভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম-দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউজিসির কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।’
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া সভায় সভাপতিত্ব করেন।
সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক আবু নঈম শেখ, ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।