ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রবিবারের ন্যায় আগামীকাল সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। তবে আগামীকালের মধ্যে দাবি পূরণে ইতিবাচক সাড়া না পেলে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় খবরের কাগজকে এ তথ্য জানিয়েছেন কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম প্রতিনিধি জাকারিয়া বারী।
তিনি বলেন, ‘রবিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। সোমবারও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান থাকবে। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার আলোচনায় বসার কথা রয়েছে। যদি আমাদের দাবির ব্যাপারে ইতিবাচক সাড়া না পাই, তা হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি তিতুমীর কলেজ ছাড়া বাকি ছয় কলেজে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা যায়।
স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।
সেগুলো হলো ১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন, ২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবে, ৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গত ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে গ্রাফিতি অঙ্কন ও শিক্ষার্থী সমাবেশসহ তিন দিনের আলটিমেটাম দেন তারা। আলটিমেটামের দ্বিতীয় দিনে এসে ২৮ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। এর মধ্যে ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীরা ওই কমিটি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানিয়েছে।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।