সীমান্তহত্যা ও গুজব ছড়ানোর প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। ছবি: খবরের কাগজ
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহতের ঘটনায় এবং ভরতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে পরিকল্পিত গুজব প্রচারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতা।’
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
সমাবেশে ঢাকা কলেজের ছাত্র নেতা ইয়াছিন আরাফাত বলেন, ‘ভারত একজন নিরীহ কৃষককে গুলি করে হত্যা করেছে। আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছি কোন দেশের আনুগত্য করার জন্য নয়। ভারত যদি আমাদের ভূখন্ডে কোন রাজনৈতিক আগ্রাসন চালায় তাহলে আমরা ভারতকে খণ্ড-বিখণ্ড করে দেব। আমরা কিন্তু ভারতের বুকের মধ্যে রয়েছি। প্রয়োজনে আমরা ছাত্র-জনতা সামরিক প্রশিক্ষণ নেব।’
ভারতীয় গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের একটি মলম পার্টি গণমাধ্যম বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়। আমরা বলতে চাই, আপনারা কখনোই এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারবেন না।’
বিগত ১৬ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তে ১ হাজারের বেশি সীমান্ত হত্যা করেছে বিএসএফ উল্লেখ করে ইমরান আল নাজির নামের এক ছাত্রনেতা বলেন, ‘বিগত ১৬ বছরে ভারত ১ হাজার ১০০ জনেরর বেশি মানুষকে হত্যা করেছে। এর আগে লাশের বিনিময়ে যে সরকার ইলিশ পাঠিয়েছে, সেই সরকার এখন আর নেই। ভারতের সঙ্গে আমরা চোখে, চোখ রেখে কথা বলতে চাই। দিল্লি যদি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে ভারতেও অস্থিরতা শুরু হবে।’
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এ সময় ‘সীমান্তে হত্যা-কেন, দিল্লি তুই জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন-রুখে দাও জনগণ’, ‘মোদির আগ্রাসন-রুখে দাও, জনগণ’সহ নানা স্লোগান দেয়।
আরিফ জাওয়াদ/নাবিল/এমএ/