
অনেক আলোচনা-সমালোচনা, মানববন্ধন, শিক্ষার্থীদের দেওয়া আলটিমেটামের ফলাফল হিসেবে অবশেষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ৩টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।
গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গত ২৫ নভেম্বর শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবিতে তারা মানববন্ধন করেন। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
এদিকে গত ২৭ নভেম্বর খবরের কাগজে ‘গুচ্ছ নাকি স্বতন্ত্র; যেদিকে যাচ্ছে শাবিপ্রবি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের মতামতের ভিত্তিতে তুলে ধরা হয়- কেন শাবিপ্রবির গুচ্ছে থাকা উচিৎ নয়।
প্রতিবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে ভর্তি পরীক্ষার প্রক্রিয়া থেকে বের হয়ে শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে ও আর্থিক দিক বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে শাবিপ্রবির শিক্ষার্থীরা এ প্রক্রিয়ার প্রশ্নের মান, স্বচ্ছতা, জটিল ও দীর্ঘ প্রক্রিয়ার কারণে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আগের মতো স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছিল। শুধু শিক্ষার্থীরা নয়, স্বতন্ত্র ভর্তি পরীক্ষার পক্ষে অভিমত ছিলো শিক্ষকদেরও।
ইসফাক আলী/জোবাইদা/অমিয়/