![কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু](uploads/2024/12/09/Kurigram-University-1733746607.jpg)
শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলো।
সোমবার (৯ ডিসেম্বর) অফিস শুরুর পর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। তবে প্রথম পর্যায়ে এগ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। বাকি আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ থাকবে। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিতদের আগামী ২২ ডিসেম্বর ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য কুড়িগ্রাম শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে। কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকায় প্রশাসনিক ভবন এবং শহরের টেক্সটাইল মোড় সংলগ্ন স্থানে একাডেমিক ভবন ভাড়া নেওয়া হয়েছে। আপাতত এসব ভবনে কার্যক্রম চলবে।
শিক্ষার্থী মো.আব্দুল্লাহ আল মাইমানি বলেন, ‘আমি কৃষি অনুষদে ভর্তি হয়েছি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচ হিসেবে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সম্মান যেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি সে চেষ্টা থাকবে সব সময়।’
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার্থে কুড়িকৃবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কানেকটিভিটি রেখে শিক্ষাব্যবস্থার সমতা রাখার চেষ্টা থাকবে। আশা করি, জেলার আর্থসামাজিক উন্নয়নের পেক্ষাপটে বিশ্ববিদ্যালয়টি বিশেষ অবদান রাখবে।’
ভিসি আরও বলেন, ‘জানুয়ারিতে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হবে। সময় স্বল্পতার কারণে শিক্ষক-কর্মচারী নিয়োগ এখন নাও হতে পারে। মোট ছয়জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খণ্ডকালীন, চুক্তিভিত্তিক বা অতিথি শিক্ষক দিয়ে আপাতত একাডেমিক কার্যক্রম চালানো হবে।’
সুমন/