ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শুরু হয়েছে স্বাস্থ্যসেবা বিষয়ক বিশেষ ক্যাম্পেইন ‘ডিইউ মেডিকস’।
সোমবার (৯ নভেম্বর) ক্যাম্পাস কেয়ার ইনিশিয়েটিভের উদ্যোগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব হল এই ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে।
এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে ইসিজি, ইউরিন টেস্ট, ব্লাড সুগার, আলট্রাসনোগ্রামে অ্যাসিস্টেন্সি, ফিজিওথেরাপি, ব্লাড সুগার, ওজন উচ্চতা মেপে বিএমআই হিসাবসহ নানা রকমের প্যাথলজিক্যাল পরীক্ষা পদ্ধতি। প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন ১৬০ জন শিক্ষার্থী এবং ইতোমধ্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী।
এ সম্পর্কে জানতে চাইলে ডিইউ মেডিকসের উদ্যোক্তা শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, ‘স্বাস্থ্যসেবার প্রতি যে এত আগ্রহ তা এই ক্যাম্পেইন শুরু করার পরেই চোখে পড়েছে। এই বিষয়গুলো হাতে-কলমে শেখানোর পর ঢাকা ও ঢাকার বাইরে ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন মেডিকেল ক্যাম্প ও পেইড ট্রেইনার হিসেবে কাজ করার সুযোগ থাকছে।’
ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের কো-অর্ডিনেটর ডাক্তার ইলিয়াস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের চাপ এবং পড়াশোনার মধ্যে থেকেও যদি কিছু সহজ অথচ কার্যকর মেডিকেল স্কিল শিখে রাখেন, তবে তারা নিজেদের এবং সমাজের জন্য তা খুবই কার্যকর হতে পারে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘আমরা যত কিছু করি না কেন, সবকিছুর ওপরে স্বাস্থ্য। আর স্বাস্থ্য সম্পর্কে প্রত্যেক মানুষের অন্তত বেসিক ধারণা থাকা দরকার। এর গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও দক্ষ করে তোলা, যা এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে পরিলক্ষিত হয়।’
নাবিল/