বৈষম্য দূর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চারুকলা ইনস্টিটিউটসংলগ্ন চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায়।
চারুকলা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম খবরের কাগজকে বলেন, আমাদের ইনস্টিটিউটের শিক্ষকদের সদিচ্ছার অভাবে চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে স্থানান্তর করা যাচ্ছে না। কিন্তু আমরা শিক্ষার্থীরা এই শহর ছেড়ে মূল ক্যাম্পাসে ফিরতে চাই। মূল ক্যাম্পাসে না যাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, শিক্ষার্থীদের দাবির সঙ্গে কারও দ্বিমত নেই। কিন্তু এটা বাস্তবায়ন সময়সাপেক্ষ। আমরা বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।
এর আগে এই দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্দোলন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এদিন ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেন তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তারা।
চারুকলা ইনস্টিটিউট মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগে অবস্থিত।
তারেক মাহমুদ/তাওফিক/অমিয়/