
আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপিটি জমা দেন তারা।
স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা এবং দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানান শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তা নিয়েও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না আমাদের জানা নেই। তা ছাড়া নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।’
দুই কার্যদিবসের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের দাবি, আগামী দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
এ সময় অন্যদের মধ্যে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও কার্যকরী সদস্য তামিম আহসান, সূর্যসেন হলের শিক্ষার্থী লিমন হাসান, মুহসীন হলের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জান্নাতী বুলবুল, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্যসচিব আব্বাস উদ্দীন, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সীমা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।