
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে গত ৬ জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেন একদল নারী শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে অনশন থেকে সরে দাঁড়ান তারা। তবে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসলেও ইতিবাচক সাড়া পাননি বলে দাবি শিক্ষার্থীদের। তাই আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) ফের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে আবাসনসংকট নিরসনে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাবি ছাত্রদল।
রবিবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু ওই ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইমু বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিয়ে আন্দোলন করছি। বারবার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি। গত বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে- আমাদের অমীমাংসিত দাবিগুলোর বিষয়ে প্রশাসন আন্তরিক না।’
তিনি বলেন, “আমাদের দাবি না মানা অবধি উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে আগামী মঙ্গলবার সকাল ১০টায় ‘ভিসির বাংলোয় ঠাঁই চাই’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। আমাদের দাবি আদায় না হওয়া অবধি নারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনেই অবস্থান করবে।’
উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি
নারী শিক্ষার্থীদের আবাসনসংকট দূরীকরণ ও ছাত্রদের হলের জরাজীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে স্মারকলিপি দেওয়া হয়।