ছবি: খবরের কাগজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার (আইপিই) বিভাগের তিন দশক পূর্তি ও পুনর্মিলনী শুরু হয়েছে। আইপিই বিভাগের প্রায় আটশতাধিক গ্যাজুয়েটদের অংশগ্রহণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম।
সকাল দশটায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ইন্ডাস্ট্রি এক্সপার্টরা স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে অডিটোরিয়াম এর সামনে জব ফেয়ারের আয়োজন করা হয়। জব ফেয়ারে লাফার্জ হোলসিম, এস এম এল, এভেরী ডেনিসন, প্রাণ-আরএফএল লিমিটেড টেন্ট এর মাধ্যমে নতুন আগ্রহীদের থেকে সিভি জমা নিবেন।
একইদিন দুপুরে আইপিইস্ফেয়ার কনটেক্সটে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আইপিইস্ফেয়ার কনটেক্সটের তিনটি প্রতিযোগিতায় কেইস কম্পিটিশিন, কম্পিউটার এইডেড ড্রয়িং (ক্যাড), প্রজেক্ট ফেয়ার এ বিজয়ীদের মাঝে প্রায় আড়াই লাখ টাকার পুরষ্কার বিতরণ করা হবে। সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের প্রোগামের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো সাজেদুল করীম বলেন, দেশ ও দেশের বাইরে আইপিই বিভাগের গ্যাজুয়েটরা সাফল্যের ধারা বজায় রেখেছে। সাবেক, বর্তমানদের পদচারণায় ক্যাম্পাস প্রানবন্ত হয়ে উঠছে। আমি তাদের তিন দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের পূর্তির সফলতা কামনা করছি।
তিন দশক পূর্তি উদযাপনের সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান বলেন, দেশে স্নাতক পর্যায়ে আইপিই বিভাগ প্রথম শাবিতেই চালু হয়। আইপিই গ্যাজুয়েটরা সফলভাবে তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। বৈশ্বিকভাবে প্রতিযোগিতার লড়াইয়ে আমাদের গ্রাজুয়েটরা সফলতার স্বাক্ষর রেখেছে। বিশ্বজুড়ে শিল্প বিপ্লবকে সফল করতে আইপিই বিভাগের গ্যাজুয়েটরা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
দ্বিতীয়দিন সকালে সামাজিক আড্ডা, পরিবার ও শিশুদের আনন্দঘন সময়, বিভিন্ন খেলা ও বিনোদন, অ্যালামনাই বনাম একাডেমিয়া (ক্রিকেট ও ফুটবল ম্যাচ), বিশেষ অবদানের জন্য সম্মাননা ও পুরস্কার বিতরণ, লাকি ড্র, র্যাফেল ড্র ও সবশেষে ওইদিন সন্ধায় উন্মুক্ত কনসার্টের মধ্য দিয়ে প্রোগামের সমাপ্তি হবে। কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও এভয়েড রাফা করবে বলে জানান তিন দশক পূর্তি উদযাপনের সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহামুদ হাসান।
ইসফাক আলী/এমএ/