
বাগেরহাটে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিতর্ক উৎসব-২০২৫। ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাগেরহাট জেলা কর্তৃক আয়োজিত ‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে আগামীকাল শুক্রবার এ উৎসব শুরু হতে যাচ্ছে। সার্বিক সহযোগিতায় রয়েছে বসুন্ধরা সিমেন্ট। বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনডিএফ বিডি বাগেরহাট জেলা এই অভূতপূর্ব মিলন মেলার আয়োজন করেছে।
এনডিএফ বিডি বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই আয়োজনটি।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট জেলার সুপার এবং জেলা শিক্ষা অফিসার। আয়োজনকে বর্ণিল করে তুলতে এই আয়োজনটি স্বভাপতিত্ব করতে যাচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এ কে এম শোয়েব। উপস্থাপনায় থাকবেন বরেণ্য উপস্থাপক এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাপরিচালক জনাব লায়ন এম আলমগীর।
এছাড়া বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা বিতার্কিকদের দ্বারা পুরো অনুষ্ঠান জুড়ে বিতর্কের বিভিন্ন বিষয়কে উপস্থাপনের আয়োজন করা হয়েছে। যার মধ্যে থাকবে শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক ও প্লানচেট বিতর্ক প্রদর্শনী। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে- সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি কর্মশালা- ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা। বর্ণিল এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের প্রতি অনুরাগের সৃষ্টি করবে বলে বিশ্বাস করেন এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব-২০২৫ এর আয়োজক কমিটির।
হাসান