
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের নামফলক ভেঙে ‘বিজয় ২৪’ নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা আওয়ামীবিরোধী স্লোগান দিয়ে হলে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হলের সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন।
এ সময় তারা ‘স্বৈরাচারের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার, সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা হলের নামফলক এবং টাইলসে খোদাই করা আব্দুল মালেক উকিলের ছবি ভেঙে ফেলেন। পরে এ বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে গেলে সেখানে তারা বঙ্গবন্ধুর ছবির দেয়ালিকা রং দিয়ে ঢেকে দেয়।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘২৪-এর আন্দোলনে আমার ভাইকে শহিদ করা সেই আওয়ামী লীগ এবং তার দোসরদের এ দেশ ও ক্যাম্পাসে কোনো ঠাঁই হবে না। আমরা আমাদের ক্যাম্পাস পুরোপুরি দোসরমুক্ত করেই ছাড়ব। শেখ হাসিনা ভারতে বসে এখনো এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তা রুখে দেব।’
কাউসার/পপি/