ঢাকা ৫ চৈত্র ১৪৩১, বুধবার, ১৯ মার্চ ২০২৫
English

ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই-এর আহবায়ক কমিটি গঠন

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই-এর আহবায়ক কমিটি গঠন
বাম দিক থেকে আহবায়ক মো. সাইদুর রহমান ও সদস্য সচিব শেখ মো. নাসিম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের সাবেক ছাত্রদের সংগঠন হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশনের এক সাধারণ সভা গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।  সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জি. এস মো. সাইদুর রহমানকে (সাইদ সোহরাব) আহবায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।  

আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, মো. জাহিদ হোসেন ভূঞা, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদর, জালাল মোহাম্মদ স্বপন।

সভায় উপস্থিত সদস্যরা আহবায়ক এবং সদস্য সচিবসহ সব সদস্যকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন।

কবির মাহমুদ/আবরার জাহিন

গোপালগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৪:০৪ পিএম
গোপালগঞ্জে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। ছবি: খবরের কাগজ

ক্রাফ্ট ইনস্ট্রাকটরদের নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন গোপালগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ পলিটেকনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন তারা। 

পরে সেখানে গাছের গুঁড়ি ফেলে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় দাবি বাস্তবায়নে তারা নানা ধরনের স্লোগান দেন। 

এতে মহাসড়কের দুপাশে অনেক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এ আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাবাবিক হয়।

ছয় দফা দাবিগুলো হলো- ১) অবিলম্বে অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং আগের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে। ২) ক্রাফ্ট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তণ করে ল্যাব অ্যাসিস্ট্যান্ট/কারখান সহকারি/ওয়ার্কশপ খালাসি অথবা অন্য কোনো নামে নামকরণ করতে হবে। ৩) ক্রাফ্ট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা আগের মতো এইচএসসি (ভকেশনাল) করতে হবে। ৪) ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টরদের পলিটেকনিক ইনিষ্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রত্যাহার করতে হবে। ৫) শিক্ষক কর্মচারীদের নিয়োগবিধি সংশোধন করতে হবে টেকনিক্যাল পদে-নন টেকনিক্যাল লোক নিয়োগ দিতে পারবে না। ৬) ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের নি:শর্ত ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভ সমাবেশে প্রতিষ্ঠানটির ৭ম পর্বের শিক্ষার্থী মো. ফয়সাল কবির, আমিম ইসলাম ও মো. শাজ্জাদ হোসেন তাদের ৬ দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান। 

দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

বাদল/পপি/

নোবিপ্রবিতে পর্যটনে এমবিএ চালু, আবেদন করতে পারবেন বাহিরের শিক্ষার্থীরাও

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম
নোবিপ্রবিতে পর্যটনে এমবিএ চালু, আবেদন করতে পারবেন বাহিরের শিক্ষার্থীরাও
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এক বছর মেয়াদী মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রাম চালু হয়েছে। 

বুধবার (১৯ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে (স্বশরীরে অথবা ডাকযোগে)। 

বিভাগের চেয়ারম্যান ও ভর্তি কমিটির সভাপতি মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগটি। 

আবেদন ফরমের মূল্য (অফেরতযোগ্য) অভ্যন্তরীণ প্রার্থীর জন্য ১ হাজার ও বাহিরের প্রার্থীদের ক্ষেত্রে ৩ হাজার টাকা হিসাবের নাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয় হিসাব, হিসাব নম্বর ০২০০০১২০৯২২১২, অগ্রণী ব‍্যাংক লি., নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে মূল রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে বিভাগীয় অফিসে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) অথবা বিভাগীয় অফিস থেকে আবেদন সংগ্রহ ও জমা দিতে পারবেন। 

ভর্তির জন্য প্রার্থীদের চার বছর মেয়াদি বিবিএ ডিগ্রি থাকতে হবে। নোবিপ্রবির অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সিজিপিএ ২ দশমিক ২৫, বাহিরের পাবলিক/প্রাইভেট/ন্যাশনাল বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের সিজিপিএ ২ দশমিক ৭৫ থাকতে হবে।

স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য, তবে ভর্তি কমিটির নির্ধারিত শর্তাবলী প্রযোজ্য হবে। চাকরিজীবী প্রার্থীদের নিজ নিজ নিয়োগকর্তার অনুমোদনসহ দুই সেমিস্টারের জন্য (১ বছর ৪ মাস) ছুটির প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন

আগামী ১৭ এপ্রিল বাহিরের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

পরীক্ষার মানবন্টন

ইংরেজি: ২০ নম্বর
ব্যবসায় শিক্ষা (নীতি ও প্রয়োগ): ৩০ নম্বর
মানসিক দক্ষতা: ১০ নম্বর
মৌখিক পরীক্ষা: ৪০ নম্বর

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-

১) শিক্ষাগত যোগ্যতার সব পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত কপি

সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।

২) ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

৩) ভর্তি ফরম ক্রয়ের রশিদের ফটোকপি।

কাউসার/পপি/

সত্যানুসন্ধান কমিটির ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়: ঢাবি প্রশাসন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম
সত্যানুসন্ধান কমিটির ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়: ঢাবি প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে। এ ছাড়া, সত্যানুসন্ধান কমিটি যে ১২৮ জনের তালিকা প্রকাশ করেছে, সেটি এখনো পূর্ণাঙ্গ নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ মার্চ)  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৭ মার্চ ২০২৫ সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে আরও বলা হয়, এই কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে ফের বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শিগগিরই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের তালিকায় শীর্ষস্থানীয় একাধিক ছাত্রলীগ নেতার নাম বাদ পড়ার প্রতিবাদে উপাচার্য কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত অনেকের নাম তালিকা থেকে বাদ পড়েছে। হামলার প্রমাণ থাকা সত্ত্বেও কোন মহলের ইশারায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে, তা জানতে চান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হল সুপন ঘটনাস্থলে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং তা মেনে নেওয়ার আশ্বাস দেন।

কিডনি রোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৫:১৪ পিএম
কিডনি রোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু
নাইমুর রহমান সীমান্ত। ছবি: সংগৃহীত

কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী শিক্ষার্থী নাইমুর রহমান সীমান্ত। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫ টায় ন্যাশনাল ইন্সটিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজিতে মারা যান তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুমাইয়া ফারাহ খান বলেন, ‘আজ ভোর ৫ টায় সীমান্ত শ্যামলীতে কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে খুবই মেধাবী ছাত্র ছিল। আমরা যতটুকু জেনেছি গত দুই দিন আগে পেটে ব্যাথা নিয়ে হাসাপাতালে ভর্তি হয়। গতকাল ওর একটা সাজার্রি হওয়ার কথা ছিল। ওর বাবা কিছুদিন আগে মারা গেছে। মা এবং বোন আছে। বিভাগের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওদের পরিবার ঢাকাতেই থাকে। তবে ওকে দাফনের জন্য কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’

সীমান্তের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা শরমীন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তার শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মুজাহিদ বিল্লাহ/মাহফুজ

জবি শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছে শিবির

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৫ পিএম
জবি শিক্ষার্থীদের কুরআন উপহার দিচ্ছে শিবির
রেজিস্ট্রেশন সাপেক্ষে জবি ছাত্রশিবিরের কাছ থেকে কুরআন গ্রহণ করছেন শিক্ষার্থীরা । ছবি: খবরের কাগজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে ২হাজার ৫০০টি কুরআন বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কুরআন বিতরণ শুরু হয়েছে। আগামী চারদিন এই কর্মসূচি চলবে। প্রতিদিন ৫০০টি করে মোট ২৫০০টি কুরআন বিতরণ করবে সংগঠনটি।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও আত্মিক মানোন্নয়ন আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতাসম্পন্ন মানুষ হতে পারে- এই উদ্দেশে রমজানে আমরা শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৫০০টি কুরআন উপহার দেওয়ার কর্মসূচি পালন করছি।’

কর্মসূচির অধীনে প্রতিদিন ৫০০টি কুরআন শিক্ষার্থীদের উপহার দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার (১৭ মার্চ) শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজ থেকে কুরআন বিতরণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পোস্টটিতে বলা হয়, ‘উপহারের মজুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে।’ 

কুরআন সংগ্রহ করতে পোস্টে দেওয়া লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারছেন শিক্ষার্থীরা।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য এই কর্মসূচি উন্মুক্ত বলেও জানায় জবি ছাত্রশিবির।

মুজাহিদ/নাইমুর/