নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে এক বছর মেয়াদী মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রাম চালু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে (স্বশরীরে অথবা ডাকযোগে)।
বিভাগের চেয়ারম্যান ও ভর্তি কমিটির সভাপতি মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগটি।
আবেদন ফরমের মূল্য (অফেরতযোগ্য) অভ্যন্তরীণ প্রার্থীর জন্য ১ হাজার ও বাহিরের প্রার্থীদের ক্ষেত্রে ৩ হাজার টাকা হিসাবের নাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয় হিসাব, হিসাব নম্বর ০২০০০১২০৯২২১২, অগ্রণী ব্যাংক লি., নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়ে মূল রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করে বিভাগীয় অফিসে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) অথবা বিভাগীয় অফিস থেকে আবেদন সংগ্রহ ও জমা দিতে পারবেন।
ভর্তির জন্য প্রার্থীদের চার বছর মেয়াদি বিবিএ ডিগ্রি থাকতে হবে। নোবিপ্রবির অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সিজিপিএ ২ দশমিক ২৫, বাহিরের পাবলিক/প্রাইভেট/ন্যাশনাল বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের সিজিপিএ ২ দশমিক ৭৫ থাকতে হবে।
স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য, তবে ভর্তি কমিটির নির্ধারিত শর্তাবলী প্রযোজ্য হবে। চাকরিজীবী প্রার্থীদের নিজ নিজ নিয়োগকর্তার অনুমোদনসহ দুই সেমিস্টারের জন্য (১ বছর ৪ মাস) ছুটির প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন
আগামী ১৭ এপ্রিল বাহিরের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষার মানবন্টন
ইংরেজি: ২০ নম্বর
ব্যবসায় শিক্ষা (নীতি ও প্রয়োগ): ৩০ নম্বর
মানসিক দক্ষতা: ১০ নম্বর
মৌখিক পরীক্ষা: ৪০ নম্বর
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে-
১) শিক্ষাগত যোগ্যতার সব পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, মার্কশিট ও সার্টিফিকেটের সত্যায়িত কপি
সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।
২) ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।
৩) ভর্তি ফরম ক্রয়ের রশিদের ফটোকপি।
কাউসার/পপি/