
উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম প্রশাসনিক ভবন-১-এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এরপর সবাইকে নিয়ে বেলুন ওড়ানো হয় এবং এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১-এর সামনে এসে শেষ হয়। সেখানে কেক কাটা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ সত্যিই আনন্দের দিন। আজ আমাদের বিশ্ববিদ্যালয় ৩৫ বছরে পদার্পণ করেছে। এই সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় বহুভাবে বিকশিত হয়েছে। এই উন্নয়নে যাদের অবদান রয়েছে বিশেষ করে সিলেটবাসী এবং যাদের চেষ্টায় এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে, আজকের এই দিনে আমি তাদের স্মরণ করছি। একই সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহিদদের এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই ৩৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে একটি সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় নিয়ে দেশের মানুষ গর্ব করতে পারবে। আমরা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণা নির্ভর করে গড়ে তুলব। আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ২৫৩ কোটি টাকার দুইটি একাডেমিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছি। সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, এখানে হযরত শাহজালাল (র.) এর নামে একটি কর্ণার তৈরি করার, আমরা সেটিও বাস্তবায়ন করব।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইসফাক আলী/সুমন/