
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় হল থেকে মোবাইলফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টাকালে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে, বলে জানা গেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (গার্হস্থ্য অর্থনীতি কলেজ) কেন্দ্রে এক শিক্ষার্থী ছবি তুলে বাহিরে পাঠানো চেষ্টা করলে, কেন্দ্র পরিদর্শক সেটি টের পান। পরে ওই শিক্ষার্থীকে তল্লাশি করে তার কাছ থেকে দুটি মোবাইলফোন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই ছবিটি তিনি বাইরে পাঠানোর মাধ্যমে উত্তরপত্র পাওয়ার চেষ্টা চালিয়েছেন।’
লালবাগ থানায় ওই শিক্ষার্থীকে হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে ঢাবি প্রক্টর বলেন, ‘ওই ঘটনার পরে তাকে লালবাগ থানা আটক করে হস্তান্তর করা হয়েছে। এখন তারা যাচাই-বাছাই করে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আশা করি, তাদের প্রক্রিয়াও শেষের দিকে।’
এদিকে রাত ১০টার পর্যন্ত এ সংক্রান্ত কোন মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈইনু মারমা। তিনি খবরের কাগজকে বলেন, ‘এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে এজাহার দেয়ার কথা রয়েছে। তারা এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে বাকি পদক্ষেপগুলো গ্রহণ করা হবে।’
আরিফ জাওয়াদ/এমএ/