
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) ২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আতাউর রহমান অপু ও সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম খালিদ হাসান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
পরে সংগঠনটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত সভাপতি অপু বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের এবং সাধারণ সম্পাদক খালিদ লোকপ্রশাসন বিভাগের বিভাগের শিক্ষার্থী। ১৯৭৯ সালের প্রতিষ্ঠিত ডুসাফে এ বছরই প্রথম সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়।
আতাউর রহমান অপু বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রতিটি দায়িত্বকেই আমার জন্য এক-একটি আমানত মনে করি। আমার ডুসাফের ভাই এবং বোনেরা আমার কাছে যে আমানত অর্পণ করেছে সে আমানতের হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয়, বরং পরস্পরের সহযোগী হয়ে আগামী দিনে ডুসাফকে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এবং কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।’
নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও প্রাণবন্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাবে ডুসাফ উল্লেখ করে সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসান সবাইকে, ‘ডুসাফের ইতিহাসে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর ফলে আমার ওপর যে দায়িত্বের বোঝা এসেছে তা বহনে সবার সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে ডুসাফকে এগিয়ে নেব এবং সবার কাছে একটি গ্রহণযোগ্য অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব।’
আরিফ জাওয়াদ/জোবাইদা/