
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হলের খাবারে নখ কাটার মেশিন পাওয়ার ঘটনা ঘটেছে, যা শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এক শিক্ষার্থী খাবার খাওয়ার সময় তার খাবারের প্যাকেটে একটি নখ কাটার দেখতে পান। এমন অস্বাভাবিক ঘটনা দেখে তিনি হতভম্ব হয়ে যান এবং খাবার খাওয়া বন্ধ করে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, 'আমি ডাইনিং থেকে গিলা কলিজা নিয়েছিলাম, কিন্তু রুমে এসে প্যাকেট খুলতেই দেখি ভেতরে নখ কাটার মেশিন! আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, অথচ এমন অস্বাস্থ্যকর খাবারের পরিবেশে থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি খাবারও খেতে পারিনি।'
হলের এক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'হলের ডাইনিংয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। ক্যান্টিনে সব সময় হলের স্টাফদের বাচ্চারা ঘোরাফেরা করে। এমন নোংরা পরিবেশে কীভাবে ভালো খাবার আশা করা যায়?'
ঘটনার পরপরই হল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, 'আমরা বর্তমান ক্যান্টিন অপারেটরকে অপসারণ করেছি। ক্যান্টিন পরিচালনার জন্য নতুন অপারেটর নিয়োগের দায়িত্ব ক্যান্টিন কমিটিকে দেওয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন অপারেটর দায়িত্ব নেবেন।'
তিনি আরও বলেন, 'বর্তমান অপারেটরের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। একাধিকবার সতর্ক করার পরও একই ধরনের অনিয়ম চলতে থাকায় তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মাসের শেষ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, তবে তার কার্যক্রম কঠোর নজরদারিতে রাখা হবে।'
শিক্ষার্থীরা আশা করছেন, নতুন অপারেটর আসার পর খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে, যাতে এমন অবহেলা ও অস্বাস্থ্যকর পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।
কাউসার আহমেদ/জোবাইদা/