ঢাকা ৪ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পুলিশের ওপর হামলা লাকীর গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১১:১৭ পিএম
লাকীর গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলার অভিযোগে গণজাগরণ মঞ্চের শীর্ষ মুখ লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১২ মার্চ) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সংগঠনটি।

মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী বলেন, ‘পুলিশের হাতে লাঠি ছিল না, তারা টিয়ার গ্যাস বা সাউন্ড গ্রেনেডও মারেনি। কিন্তু পুলিশের ওপর আগে হামলা করা হয়েছে। এই পুলিশরা তো কিছু করেনি, কাউকে ধর্ষণ করেনি। তাহলে তাদের ওপর ক্ষোভ কিসের? বুধবার শাহবাগীরা গেছেন ধর্ষকদের শাস্তির দাবিতে, কিন্তু তারা স্লোগান দিয়েছেন ড. ইউনূসের বিরুদ্ধে। তাই পুলিশের ওপর হামলাকারী শাহবাগের কসাই লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

তিনি বলেন, ‘লাকী আক্তারসহ জড়িত অন্যদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।’ এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়।

এর আগে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত মঙ্গলবার রাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হন হলপাড়ায়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। 

মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ মোট ৯ দাবিতে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশ বাধা দেয়। এই পদযাত্রায় ছিলেন লাকী আক্তার। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনার পর রূপ নেয় হাতাহাতিতে। অভিযোগ উঠেছে, এ সময় আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিকে আন্দোলনকারীরাও পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন।

আরিফ জাওয়াদ/

ববিতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম
ববিতে পরীক্ষা দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী
আটক ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরীক্ষা দিতে এসে আটক হওয়া এক ছাত্রলীগ নেত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৬ এপ্রিল)  বিকেলে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারের পাঠানো হয়।

আটক ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সামনের সারির একজন নেত্রী ছিলেন। গত বছর জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের সময়ে টিকলী ক্যাম্প ছাড়েন। বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিতে সম্প্রতি তিনি বরিশালে আসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে ভোলা রোডে একটি রেস্তোরাঁর ভেতরে টিকলী শরীফসহ তিনজনকে অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে রাত ৯টার দিকে প্রক্টর তাদের তিনজনকে পুলিশের হাতে তুলে দেন। টিকলীর সঙ্গে থাকা অন্য দুই শিক্ষার্থীকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেওয়া হয়।

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা মিনহাজুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী টিকলী শরীফ জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন ফোন করে জানান টিকলী শরীফসহ কয়েকজন ছাত্রলীগকর্মী ক্যাম্পাসের সামনে একটি রেস্তোরাঁয় বসে গোপন মিটিং করছেন। সেখানে গিয়ে গোপন সভা করা অবস্থায় তাকেসহ তিনজনকে আটক করা হয়। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছেন। 

মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমার বুধবার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আমি লাইব্রেরিতে পড়ছিলাম। সন্ধ্যায় বাইরে বের হলে আমার জুনিয়রদের সঙ্গে দেখা হয়, তাদের নিয়ে চা খেতে গেলে সেখান থেকে আমাদের আটক করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, ‘কিছু শিক্ষার্থী বিষয়টি আমাকে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযুক্তদের হস্তান্তর করি। পরবর্তী ব্যবস্থা পুলিশ আইন অনুযায়ী গ্রহণ করবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা টিকলী শরীফসহ তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়। রাত ৯টার দিকে ঘটনাস্থলে গেলে আমাদের কাছে তাদের হস্তান্তর করে। আটক তিনজনের মধ্যে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। টিকলীর বিরুদ্ধে বন্দর থানায় থাকা মামলাটিতে তিনি জামিনে মুক্ত রয়েছেন। কোতোয়ালি মডেল থানায় একটি মামলার আসামি হওয়ায় তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তারা, পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম
কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তারা, পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ভিসির পক্ষে শিক্ষক-কর্মকর্তাদের মানববন্ধন। ছবি: খবরের কাগজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্থানে পোস্টার লাগান। 

অন্যদিকে কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-কর্মকর্তাদের মিছিলটি শুরু হয়‌। দুর্বার বাংলার পাদদেশে গিয়ে তারা মানববন্ধন করেন। এ সময় শিক্ষক-কমকর্তারা কিছু শিক্ষার্থী কুয়েটের ভিসিকে হয়রানি করছে বলে দাবি করেন। ক্যাম্পাসে এই পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কুয়েট পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
    
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ছাত্রদের রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার কর্মসূচিতে হামলার ঘটনায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় জড়িত অভিযোগে কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশ না করে ধুম্রজাল সৃষ্টি করেছে কুয়েট প্রশাসন। তারা বলছেন, বহিষ্কারের নামে আন্দোলনরত সাধারণ ছাত্রদের হয়রানি করা হতে পারে। সেই সঙ্গে হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসির পদত্যাগের এক দফা দাবি জানানো হয়। 

শিক্ষার্থীরা বুধবার দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে জানান, কুয়েটে হামলার ঘটনায় বহিরাগত এক ব্যক্তি কুয়েটের ২২ শিক্ষার্থীকে আসামি করে আদালতে মামলা করেছেন, ওই মামলা প্রত্যাহার করতে হবে। এ ছাড়া ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না বলে জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, ভিসি চাপ প্রয়োগ করে শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে গেছেন। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির আন্দোলনে সমর্থন দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 

 ভিসির পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি। ছবি: খবরের কাগজ

মঙ্গলবার দুপুরে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশের পর রাতে হলে অবস্থান করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থী শেখ তৌফিক বলেন, ‘আমরা হলে উঠলেও খাবার পানির সংকট রয়েছে। ইন্টারনেট সংযোগ বন্ধ। দুই মাস আগের ট্যাংকির পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হলের কর্মচারীদের এখনো নিয়োগ হয়নি। আমাদের সমস্যাগুলো হল প্রভোস্টকে অবহিত করেছি। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে আমাদের জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের কারণে আমাদের শিক্ষা কার্যক্রম দুই মাস বন্ধ ছিল। সব মিলিয়ে চার-পাঁচ মাস শিক্ষা কার্যক্রম বন্ধ। এতে আমরা শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

অন্যদিকে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে শিক্ষক-কর্মচারীদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবির বিপক্ষে মৌন মিছিল ও মানববন্ধন করেন। এ সময় কুয়েটের উপাচার্যকে শিক্ষার্থীরা হয়রানি করছে বলে শিক্ষক-কমকর্তারা দাবি করে এর প্রতিবাদ জানান।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. শাহিদুল ইসলাম বলেন, ‘যে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে অনেকে নির্দোষ হতে পারেন। ছাত্রশৃঙ্খলা কমিটি সেটা যাচাই বাছাই করছে।’ তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীদের সাজা না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবেন না।’ এ ছাড়া ৪ মে অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর পরিবেশ তৈরির জন্য তিনি সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে ছাত্রদের হল ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের উপপরিচালক ড. সাইফুল ইসলাম বলেন, ‘দুই মাস আগে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো সিলগালা করে দেওয়া হয়। ওই সময় হলের ইন্টারনেট সংযোগ এবং পানির লাইন যেভাবে ছিল এখনো সেভাবে রয়েছে।’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর নামের তালিকা ও সংখ্যা দেখা যাচ্ছে। কিন্তু অভিযুক্ত শিক্ষার্থীদের নামের তালিকা কোথাও প্রকাশ করা হয়নি। তাই এসব তালিকা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 

শিক্ষক-কর্মচারীদের মানববন্ধনে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ মে হল খোলার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও গুটিকয়েক শিক্ষার্থী হলের তালা ভেঙে প্রবেশ করেছে, যা স্পষ্টত আইনের লঙ্ঘন। এ সময় শিক্ষার্থীদের সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার কথা বলা হয়। তারা যেন কোনো ধরনের অপপ্রচারে প্রভাবিত না হয়ে বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি যথাযথভাবে অনুসরণ করেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর মধ্যে ১০ এপ্রিল কুয়েটের ২২ শিক্ষার্থীকে আসামি করে স্থানীয় এক বাসিন্দা আদালতে মামলা করেন। এ কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

 

মিডিয়া পার্টনার খবরের কাগজ ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালের পর্দা নামছে বৃহস্পতিবার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালের পর্দা নামছে বৃহস্পতিবার
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফেস্টিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্ট বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। সমাপনী দিনে রয়েছে অন্তবিশ্ববিদ্যালয় ও আন্তবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। এরপর পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফেস্টিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চাকে উদ্বুদ্ধ করতে কুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশ-বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই ফেস্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করি।’

কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’। ২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের মাধ্যমে জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল। এবারের কুইজ ফেস্টে আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১০০টি টিম, মেগা কুইজে ৩০টি টিম আর অন্তবিশ্ববিদ্যালয় কুইজে ৭০টি টিম অংশ নেয়। ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের প্রতিযোগীরা এই ফেস্টে ভাচুয়ালি অংশ নিচ্ছেন।

আরিফ জাওয়াদ/মাহফুজ

নতুন করে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
নতুন করে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের পর শুধু বহুনির্বাচনি পরীক্ষা নেবে এমন আবেদনের প্রেক্ষিতে সেটি মঞ্জুরের পর এবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগামী ১৭ মে শুধু ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুরা এ পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে একই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুদের ফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাবির অনলাইনে ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, বলে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ থেকে জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় বহুনির্বাচনি আগামী ১৭ মে তারিখে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে এবং আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘একাধিক ভুল থাকায় পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ‍তোলা হয়। ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ ভর্তি পরীক্ষার ফল স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। 

এদিকে ১৩ এপ্রিল বিকেলে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে, সেটি মঞ্জুর করে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ।

/আরিফ জাওয়াদ/মাহফুজ

 

জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম
জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ
ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলনে জুনের মধ্যে নির্বাচনের দাবি জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। ছবি: খবরের কাগজ

মে মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইম ফ্রেম এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যে টাইমলাইনে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, মে মাসের প্রথমে নির্বাচন কমিশন গঠন এবং মাঝামাঝি ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু কবে ডাকসু নির্বাচন হবে এ নিয়ে কিছু বলা হয়নি। এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংশয়, শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতীতে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে, পরবর্তী সময়ে একটি পর্যায়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ৫ আগস্ট পরবর্তী যে কমিটমেন্ট সেই জায়গা থেকে কোনো অদৃশ্য শক্তিকে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’

ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দাবি জানিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘এখন এপ্রিল চলছে, আগামী মে মাসের মধ্যে ডাকসু নির্বাচনের মধ্যে টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং জুনের ভেতরে, কুরবানি ঈদের আগেই বিশ্ববিদ্যালয়ের একটি গ্রহণযোগ্য-প্রতিযোগিতা মূলক ডাকসু নির্বাচন দিতে হবে। নির্বাচন পূর্ববর্তী যেসব সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের সঙ্গে আমরা আছি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতিদ্রুত সংস্কার শেষে শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দেবেন। একই সঙ্গে যারা ডাকসুতে নির্বাচিত হবেন, তারা শিক্ষার্থীদের যে চাওয়া তার সঙ্গে মিল রেখে ডাকসুকে আরও বেশি ছাত্রবান্ধব হিসেবে গড়ে তুলবেন।’

এতে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাইমলাইন অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন এবং প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে এবং কবে নির্বাচন হবে, এ নিয়ে কিছুই উল্লেখ নেই ওই টাইমলাইনে।

আরিফ জওয়াদ/মাহফুজ