ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যশোর সরকারি এমএম কলেজে বর্তমান-প্রাক্তনীদের মিলনেমেলা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৩৪ এএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম
যশোর সরকারি এমএম কলেজে  বর্তমান-প্রাক্তনীদের মিলনেমেলা
যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইফতার। ছবি: খবরের কাগজ

কেউ শরবত বানাচ্ছেন, কেউ তরমুজ কেটে টুকরো টুকরো করছেন, কেউ প্লেটে প্লেটে ইফতারি সামগ্রী সাজাচ্ছেন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কাজ করছেন। ইফতারের এ আয়োজন চলছিল যশোর সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে।

রবিবার (১৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, বিকেল হতেই ক্যাম্পাসের আব্দুল হাই কলা ভবনের সামনে বাড়তে থাকে শিক্ষার্থীদের আনাগোনা। তাদের একটাই উদ্দেশ্য একসঙ্গে ইফতার করা। এরকম দৃশ্য এ রমজান মাসের প্রতিদিনই দেখা যাচ্ছে। ইফতারের মাধ্যমে সুদৃঢ় বন্ধনের লক্ষ্যে এক এক বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেন ইফতারের। রবিবার ছিল প্রাণিবিদ্যা ও গণিত বিভাগের আয়োজন। অন্যবারের থেকে এবার ইফতার আয়োজনগুলো আরও বেশি জমজমাট। দল বেঁধে ইফতার করার ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ আরও বেশি। ইফতারের সময় কে কোন বর্ষের শিক্ষার্থী, সেসবের ভেদাভেদ থাকে না। সিনিয়র-জুনিয়র সবাই মিলে হয় ইফতার।

গণিত বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ‘রমজানে ক্যাম্পাস বন্ধ থাকায় এই ইফতার এলে সবার সঙ্গে দেখা হওয়ার একটা উপলক্ষও বটে। বিভিন্ন বিভাগ নিজেদের মতো ইফতার আয়োজন করে। অনেক সময় সিনিয়র ভাইবোনরাও এসে যোগ দেন। স্মৃতি রোমন্থন করেন। সবাই আমরা একসঙ্গে বসে খাই। এটাই আনন্দের।’

ক্যাম্পাসকে আরেকটা পরিবার বলে মনে করেন একই বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বলেন, ‘সারা দিন রোজা রাখার পর ক্যাম্পাসের বন্ধু, ছোট-বড় ভাইবোনদের সঙ্গে ইফতার করার অনুভূতি অন্য রকম। বাড়িতে থাকলে হয়তো পরিবারের সঙ্গে ইফতার করতাম, সেটি মিস করি ঠিক। কিন্তু এই প্রাঙ্গণ আমার ঠিকানা হয়েছে চার থেকে পাঁচ বছরের জন্য। ক্যাম্পাস জীবন শেষে এই বন্ধুত্ব-বন্ধনের স্মৃতি নিয়ে যদি বের হতে না পারি, তাহলে আর এখানে পড়ার সার্থকতা কোথায়?’

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান জানান, ইফতারে সাধারণত ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, ধনেপাতা, ঘুগনি একসঙ্গে মেশানো হয়। ফলের মধ্যে বেশি থাকে পেয়ারা আর তরমুজ।

তিনি আরও বলেন, ‘ইফতারি সামগ্রী খুব দামি না হলেও এতেই সবাই খুশি। পরিমাণে খুব অল্প তবু সবার চোখে-মুখে উচ্ছ্বাস অনেক বেশি। সারা দিনের ক্লান্তি যেন হার মানে এই মুহূর্তের কাছে। কষ্ট হলেও সবাই মশগুল থাকেন ইফতার আড্ডায়, তবে কেউ কেউ ব্যস্ত থাকেন শেষ মুহূর্তের শরবত বা অন্য সামগ্রী তৈরিতে। শিক্ষার্থীরা বন্ধুদের নিয়ে ইফতার আয়োজনের মাধ্যমে পরিবারের সঙ্গে সাহরি-ইফতার করতে না পারার কষ্ট ভুলে থাকতে চান।’

একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘পরিবার ছেড়ে বাইরে প্রথম রমজান। মা-বাবার সঙ্গে রোজা পালন করতে পারছি না, কিন্তু বন্ধুরা আছে। বিভাগের সিনিয়ররাও আছেন। সবাই একসঙ্গে ইফতার করছি। সবাই মিলে একসঙ্গে ইফতার করায় ভালোবাসা বৃদ্ধি পায়। ভালো লাগছে।’

এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম গতকালেরে ইফতারে উপস্থিত ছিলেন। তিনি আয়োজন সম্পর্কে বলেন, ‘প্রতিদিন ক্যাম্পাসে ইফতারের আয়োজন করা হয়। বিভাগ ওয়ারি এ আয়োজন থাকে। সব দলমতের ঊর্ধ্বে গিয়ে সবাই এ ইফতারে যোগ দেন।’

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি, পরীক্ষার্থী ১৭ হাজার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৪ এএম
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি, পরীক্ষার্থী ১৭ হাজার
গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নোবিপ্রবি। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্র হিসেবে এ বছর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৭ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় উপাচার্য বলেন, ‘পরীক্ষার্থীদের যেন কোনো প্রকার ভোগান্তি না হয়, সে লক্ষ্যে আমরা পরিবহন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আবাসনের বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়েছি।’ 

যাতায়াতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের বাস বরাদ্দ থাকবে। যানজট নিরসনে চৌমুহনী ও সোনাপুর মোড়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। 

উপাচার্য জানান, হোটেল ও যানবাহনের ভাড়াবৃদ্ধি রোধে তদারকি বাড়ানো হয়েছে। পরীক্ষা চলাকালে স্থানীয় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিদ্যুৎ বিভ্রাট রোধে পল্লীবিদ্যুৎ বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় উপাচার্য তার সাম্প্রতিক তুরস্ক সফরের অভিজ্ঞতা তুলে ধরে জানান, তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়, আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদ বিশ্ববিদ্যালয় এবং নিদে ওমর হলিসদেমির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, ভাষা কোর্স ও উচ্চশিক্ষায় সহযোগিতার সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে নোবিপ্রবির শিক্ষার্থীদের এক-তৃতীয়াংশ টিউশন ফি মওকুফের ব্যাপারে অগ্রগতি হয়েছে এবং শিগগিরই MoU স্বাক্ষর হবে।

ভর্তি পরীক্ষার দিন নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। মেডিকেল সেন্টারে জরুরি চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স ও ভিজিল্যান্স টিম প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সহায়ক টিম নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, ‘আপনাদের পরামর্শ ও সমর্থনে আমাদের বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।’

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, আপ্যায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

কাউসার/তাওফিক/

মার্কিন কোম্পানি ও যবিপ্রবির ন্যানো সার উদ্ভাবকের মধ্যে চুক্তি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪৪ এএম
মার্কিন কোম্পানি ও যবিপ্রবির ন্যানো সার উদ্ভাবকের মধ্যে চুক্তি
ড. ফ্রেডেরিক কেন্ডিরগি ও ড. জাভেদ হোসেন খান। ছবি: সংগৃহীত

ন্যানো স্যারের উদ্ভাবক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (NAME Lab)-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. জাভেদ হোসেন খান ও মার্কিন (USA) জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলা বায়োর (Kulabio) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় কোলা বায়ো যবিপ্রবির NAME Lab থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবেন এবং তারাও তাদের জৈব প্রযুক্তি NAME Lab এর সঙ্গে ভাগ করবেন।

বুধবার (২৩ এপ্রিল,২০২৫) মার্কিন কোম্পানি কোলা বায়োর (Kulabio) পক্ষে ড. ফ্রেডেরিক কেন্ডিরগি (ভিপি অব ইনোভেশন অ্যান্ড ম্যানুফেক্সারিং) এবং NAME Lab এর প্রধান পৃষ্ঠপোষক ও ন্যানো সারের উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে কোলা বায়ো NAME ল্যাবরেটরি, যবিপ্রবি থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করার পাশাপাশি আগামী পাঁচ বছর একসঙ্গে কাজ করবেন। 

এ বিষয় ন্যানো সারের উদ্ভাবক অধ্যাপক ড. জাভেদ হোসেন খান বলেন, ‘আমরা মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলা বায়োর (Kulabio) সঙ্গে চুক্তি করেছি। তারা আমাদের ন্যানো সারের প্রযুক্তি নিবেন এবং তাদের জৈব প্রযুক্তি ও আমাদের সঙ্গে ভাগ করবেন। সম্প্রতি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে (Boston) কোলা বায়োর কারখানা পরিদর্শন করেছি এবং এর সভাপতি ড. হ্যারিসন ইউনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছি। তারা এক সপ্তাহের মধ্যে আমাদের ন্যানো সার প্রযুক্তি গ্রহণে আগ্রহী। এ ছাড়া তারা দ্রুত আমাদের ল্যাবরেটরি পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।’ 

ড. জাভেদ হোসেন খান দীর্ঘ ৭ বছরের প্রচেষ্ঠায় ন্যানো ইউরিয়া তৈরি করেছেন যা ৪ হাজার ২০০ টাকার গতানুগতিক ইউরিয়া সারের পরিবর্তে ব্যবহার করলে খরচ হবে মাত্র ২৩০ টাকা। তার এ গবেষণার ফলাফল ইতোমধ্যে আমেরিকার বহু গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।

মোতালেব/সুমন/

কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে অব্যাহতি, অনশন ভেঙে আনন্দ মিছিল

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম
আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:১৬ এএম
কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে অব্যাহতি, অনশন ভেঙে আনন্দ মিছিল
ছবি : খবরের কাগজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) ড. মুহাম্মাদ মাছুদ ও প্রো-ভিসি ড. শেখ শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে দীর্ঘ ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১টার পরে তারা অনশন ভাঙেন।

এর আগে রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি, প্রো-ভিসির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধিরা। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।

এদিকে কুয়েট সংকট নিরসনে সার্চ কমিটি গঠন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।

রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে শিক্ষা কমসূচিতে গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। এরপরই ধারাবাহিক আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ২৫ ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ১৩ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। ২৩ এপ্রিল সিন্ডিকেটের সভায় সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একইসঙ্গে বিকেল থেকে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল খুলে দেওয়া হয়। আগামী ৪মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাকসুদ রহমান/অমিয়/

গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধের দাবি ইনকিলাবমঞ্চের সমাবেশ শুক্রবার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম
ইনকিলাবমঞ্চের সমাবেশ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: খবরের কাগজ

জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সদস্যের নিয়ে রাজধানীর শাহবাগে শুক্রবার (২৫ এপ্রিল) শহিদি সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তিনি বলেন, ‘রাষ্ট্রের সংস্কারের নামে ঘণ্টার পর ঘণ্টা মিটিং করে যাচ্ছে, কিন্তু গণহত্যার বিচারের চেয়ে জরুরি বাংলাদেশে আর কী রয়েছে? কথা বলতে বলতে জুলাই আসতে আর দুই মাস বাকি। শত সমালোচনার পরও এই সরকারের ডান হাত ধরে রেখেছি, যাতে তারা এই গণহত্যার বিচার করতে পারে।’

কর্মসূচি ঘোষণা করে হাদি আরও বলেন, ‘শুক্রবার বেলা ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমরা শহিদ পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করব। এটি আমাদের কোনো কর্মসূচি নয়, এটি শহিদ পরিবারের কর্মসূচি। বিচারের দাবিতে তারা যদি সংসদ ভবন, যমুনা অভিমুখে বা শাহবাগেই অবস্থান করতে চান, আমরা তা-ই করব।’

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/মাহফুজ

পিএসসি সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চাকরিপ্রত্যাশীদের

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
পিএসসি সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চাকরিপ্রত্যাশীদের
ছবি: খবরের কাগজ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবিতে ‘লং ওয়াক টু রিফর্ম পিএসসি’ শীর্ষক কর্মসূচি পালন করেছে একদল সরকারি চাকরিপ্রত্যাশী। দাবি বাস্তবায়নের দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ওই হুঁশিয়ারি দেন। এতে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘পিএসসিকে সংস্কার করার এটি উপযুক্ত সময়। তাই অবিলম্বে পিএসসি সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আঠারোতে ও চব্বিশে আন্দোলন করেছি। তারপরও পিএসসির সংস্কার হয় নাই। অনেক রাজনৈতি দল অনেক সংস্কারের কথা বলছেন। কিন্তু বেকারদের নিয়ে কেউ কথা বলতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবিগুলো মানতে হবে নয়তো রাজপথ থেকে ফিরব না। সেই সঙ্গে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- প্রশ্নফাঁস রোধে কার্যকর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন ধরনের প্রশাসনিক ভোগান্তি দূর করা, ৪৫তম বিসিএস থেকেই মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তে করা, পরীক্ষার্থীদের জন্য ক্যাডার রি-চয়েসের সুযোগ রাখা, নন-ক্যাডার পদের সংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করা, পরীক্ষার খাতা মূল্যায়নের গতি বাড়ানো, মূল্যায়নে নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের সদস্যদের উপস্থিতিতে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা।

/আরিফ জাওয়াদ/মাহফুজ