ঢাকা ১১ বৈশাখ ১৪৩২, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
English
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫: শীর্ষ ২০-এ স্থান পেলেন বুটেক্স শিক্ষক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০১:০৫ পিএম
আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম
গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫: শীর্ষ ২০-এ স্থান পেলেন বুটেক্স শিক্ষক
ছবি: ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন 'গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড-২০২৫'-এ শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন। এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত তালিকা (https://hmfoundation.com/2025/03/10/top-20-finalists-in-global-change-award-2025-revealed/) হতে এ তথ্য জানা যায়।

এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন (H&M Foundation) কর্তৃক পরিচালিত বার্ষিক পুরস্কার 'গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড' ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। মূলত ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য।

এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, এবছর বিশ্বের ৬টি মহাদেশের ৬৯টি দেশ হতে ৪৭৬টি আইডিয়া জমা পরে। তা থেকে বিভিন্ন ধাপে যাচাই-বাছাই করে সেরা ২০টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশ থেকে একটি জায়গা করে নেয়। তা হলো বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন-এর 'ডিকার্বনাইজেশন ল্যাব'-এর আইডিয়া৷

ডিকার্বনাইজেশন ল্যাব হলো একটি বিশেষ গবেষণা ও উন্নয়ন ক্ষেত্র, যা টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ডাইং, ফিনিশিং এবং ম্যাটেরিয়াল প্রক্রিয়াকরণে কাজ করে। এই ল্যাবটি কম কার্বন নির্গমন প্রযুক্তি ব্যবহার করে পুরোনো পদ্ধতিগুলোকে পরিবর্তন করে টেকসই উৎপাদন পদ্ধতিগুলোকে এগিয়ে নিতে কাজ করবে।

শীর্ষ স্থান অর্জন করা ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন এ বিষয় নিয়ে বলেন, গত বছরের অক্টোবর মাসে আমরা এটি নিয়ে কাজ শুরু করি। শীর্ষ ২০-এ নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক এবং আবেগের ব্যাপার। কয়েকটি ধাপ পার করে আমাকে এই অবস্থায় আসতে হয়েছে। শুরুতে আমার একজন জার্মান কলিগ আমাকে এটার জন্য নমিনেশন দেয়। তারপর আমাদের একটি ভিডিও বানাতে হয় এবং শেষে ইন্টারভিউ হয়। আমি মনে করি আমার অন্যান্য টিম মেম্বারদের অবদান এখানে অনেক বেশি। দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে আমাদের।

তিনি আরও বলেন, সেরা ২০-এ আসা আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি মনে করি বুটেক্সের জন্য এই অর্জনটা মাইলফলক।

জানা যায়, শীর্ষ ২০টি আইডিয়া বিশেষজ্ঞ পরিষদের পর্যালোচনা, বাছাইয়ের মাধ্যমে আইডিয়াগুলো থেকে সেরা ১০টি আইডিয়া নির্বাচন করে বিজয়ীদের মধ্যে মোট ২০০,০০০ ইউরো পরিমাণ অর্থ সহায়তা প্রদান করবে।

সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড H&M-এর উদ্যোগে H&M Foundation শিক্ষা, পরিবেশ, সমতা ও মানবিক সহায়তা খাতে কাজ করে। টেকসই ফ্যাশন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সমাজের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও উদ্ভাবনকে সহায়তা করে থাকে।

/রিয়াজ

গণহত্যার বিচার ও আ.লীগ নিষিদ্ধের দাবি ইনকিলাবমঞ্চের সমাবেশ শুক্রবার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ পিএম
ইনকিলাবমঞ্চের সমাবেশ শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। ছবি: খবরের কাগজ

জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সদস্যের নিয়ে রাজধানীর শাহবাগে শুক্রবার (২৫ এপ্রিল) শহিদি সমাবেশ করবে ইনকিলাব মঞ্চ। বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তিনি বলেন, ‘রাষ্ট্রের সংস্কারের নামে ঘণ্টার পর ঘণ্টা মিটিং করে যাচ্ছে, কিন্তু গণহত্যার বিচারের চেয়ে জরুরি বাংলাদেশে আর কী রয়েছে? কথা বলতে বলতে জুলাই আসতে আর দুই মাস বাকি। শত সমালোচনার পরও এই সরকারের ডান হাত ধরে রেখেছি, যাতে তারা এই গণহত্যার বিচার করতে পারে।’

কর্মসূচি ঘোষণা করে হাদি আরও বলেন, ‘শুক্রবার বেলা ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমরা শহিদ পরিবারের সদস্যদের নিয়ে সমাবেশ করব। এটি আমাদের কোনো কর্মসূচি নয়, এটি শহিদ পরিবারের কর্মসূচি। বিচারের দাবিতে তারা যদি সংসদ ভবন, যমুনা অভিমুখে বা শাহবাগেই অবস্থান করতে চান, আমরা তা-ই করব।’

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরিফ জাওয়াদ/মাহফুজ

পিএসসি সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চাকরিপ্রত্যাশীদের

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম
পিএসসি সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি চাকরিপ্রত্যাশীদের
ছবি: খবরের কাগজ

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবিতে ‘লং ওয়াক টু রিফর্ম পিএসসি’ শীর্ষক কর্মসূচি পালন করেছে একদল সরকারি চাকরিপ্রত্যাশী। দাবি বাস্তবায়নের দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ওই হুঁশিয়ারি দেন। এতে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘পিএসসিকে সংস্কার করার এটি উপযুক্ত সময়। তাই অবিলম্বে পিএসসি সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা আঠারোতে ও চব্বিশে আন্দোলন করেছি। তারপরও পিএসসির সংস্কার হয় নাই। অনেক রাজনৈতি দল অনেক সংস্কারের কথা বলছেন। কিন্তু বেকারদের নিয়ে কেউ কথা বলতে চায় না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবিগুলো মানতে হবে নয়তো রাজপথ থেকে ফিরব না। সেই সঙ্গে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- প্রশ্নফাঁস রোধে কার্যকর ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন ধরনের প্রশাসনিক ভোগান্তি দূর করা, ৪৫তম বিসিএস থেকেই মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তে করা, পরীক্ষার্থীদের জন্য ক্যাডার রি-চয়েসের সুযোগ রাখা, নন-ক্যাডার পদের সংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করা, পরীক্ষার খাতা মূল্যায়নের গতি বাড়ানো, মূল্যায়নে নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনের সদস্যদের উপস্থিতিতে খাতা দেখার ব্যবস্থা এবং দ্রুত অধ্যাদেশ জারি করে কমিশনের সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করা।

/আরিফ জাওয়াদ/মাহফুজ

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবসরপ্রাপ্তরা হলেন-  উপ-রেজিস্ট্রার মো. শাহ আলম ঢালী, মো. মোহসীন ইকবাল, প্রেমানন্দ শীল, মোহাম্মদ শামীম আলম মৃধা, মোছা. জিন্নাত আরা, অমিত কুমার দাম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মো. মতিউর রহমান মোল্যা এবং সহকারী রেজিস্ট্রার এ কে এম বদরুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভায় চাকুরিকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয় জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়। ২৫ বছর চাকুরিপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোন কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকুরি সংবিধি সংশোধন করার প্রস্তাব ২০২৪ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় সিন্ডিকেট সভায় ০৯ (নয়) জন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে প্রয়োজন বিবেচনা করে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা ৩ মে এর পরিবর্তে আগামী ২৪মে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ৩ মে এর পরিবর্তে আগামী ২৪ মে (শনিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

কবির/এমএ/

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে কুয়েটের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, বুধবার বিকেল থেকে ৭টি হল খুলে দেওয়া হয়েছে।

গত ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ বুধবার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিকেল থেকে ছাত্রদের ৬টি ও ছাত্রীদের ১টি হল খুলে দেওয়া হয়েছে। আগামী ৪ মে থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি আন্দোলনরত কুয়েট শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে। সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তিনি এ সময় অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তিন সদস্যের কমিটি এসে সকাল থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

এমএ/

বিভিন্ন দাবিতে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম
বিভিন্ন দাবিতে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন
ছবি: খবরের কাগজ

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, গুমের শিকার তিন জবি শিক্ষার্থী ও সাবেক জবি ছাত্রদল নেতাদের ফেরত, কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।  

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মানববন্ধন করে সংগঠনটি। 

বক্তব্যে সংগঠনটির সদস্য নওশিন নাওয়ার জয়া বলেন, 'একের পর এক বিচার বহির্ভূত হত্যার ঘটনা হচ্ছে। অথচ রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ, বিচার ব্যবস্থা অপারগ। যারা জুলাই আন্দোলনের শহিদ ও আহত শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা পেয়েছে তারা আজ বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে আরও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিস্ট কোন গোষ্ঠী নয়, এটি কন্সেপ্ট।  যারাই নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে শিক্ষার্থী ও সাধারণ জনগণ মিলে তাদের অধিকার রক্ষায় আবার ৫ আগস্ট রচনা করবে।' 

সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, 'আমাদের আক্ষেপ, হারানো আর না পাওয়ার তালিকা বড় থেকে বড় হচ্ছে। বিপরীতে আমাদের অধিকার আদায়ের কোঠা শূন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ২০ বছর হতে চলেছে। ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন সুবিধা রয়েছে মাত্র ১২৪৮ জন নারী শিক্ষার্থীর জন্য। ছাত্রী হলের একটি মাত্র হল যেখানে ১২৪৮ আসনে গাদাগাদি করে থাকেন ২ হাজারের বেশি নারী শিক্ষার্থী। ছেলে শিক্ষার্থীদের জন্য নেই কোন আবাসন সুবিধা। প্রতিদিন তারা মেসে অমানবিক জীবনযাপন করেন। অস্বাস্থ্যকর খাদ্য খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তারা দিনাতিপাত করছে।' 

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের যখন এমন অমানবিক অবস্থা তখন প্রশাসন দ্বিতীয় তলার ভবনে উঠতে লিফট তৈরি করেন তখন শিক্ষার্থীদের হৃদয়ে তা আঘাত করে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রশাসনের উচিত ছিল নিরলস প্রচেষ্টা করা, আবাসন সংকট নিরসনে জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া। অথচ তার কোন নজির দেখা যায়নি। বিপরীতে শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তাতেও প্রশাসনের গড়িমসি ভাঙছেনা।'

মেহেদী/