
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ৫ম ও ৭ম সেমিস্টারের পরীক্ষা বর্জন করে সড়ক ও রেল অবরোধ করেছে। তারা শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ ৭ দফা দাবি আদায়ের জন্য এ বিক্ষোভে অংশ নেয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টা থেকে ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে সড়ক ও রেল অবরোধ শুরু হয়। যার ফলে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
শিক্ষার্থীরা শুধু সড়কই নয়, ষোলশহর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা-কক্সবাজার রেলটিও থামিয়ে দেয়। ফলে সড়ক ও রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।
এদিকে পুলিশ এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াসিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা শিক্ষক নিয়োগের জন্য ন্যায্য দাবি জানালেও প্রশাসন এবং কর্তৃপক্ষ তাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করছেন না।
তারা দাবি করে, ‘অযৌক্তিক রায় বাতিল করতে হবে এবং পূর্বের নিয়োগ পদ্ধতি বহাল রাখতে হবে।’
আন্দোলনকারীরা জানান, তারা কর্তৃপক্ষের আশ্বাস পেয়েছেন, কিন্তু তাদের দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
অবশেষে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে সড়ক অবরোধ শেষ করে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াসিন বলেন, ‘শিক্ষার্থীদের যুক্তিযুক্ত দাবিগুলো আমরা মেনে নেওয়ার পক্ষে। তবে সড়ক অবরোধ করা উচিত হয়নি।’
তাওফিক/