ঢাকা ৩ বৈশাখ ১৪৩২, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
English

আওয়ামী লীগ নিষিদ্ধে গণআন্দোলনের ডাক, ২ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম
আওয়ামী লীগ নিষিদ্ধে গণআন্দোলনের ডাক, ২ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ‘জুলাই রিভাইভস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্লাটফর্মের সংগঠকরা। ছবি: খবরের কাগজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনকে শক্তিশালী করতে এবং গণআন্দোলন গড়ে তুলতে দুই সপ্তাহব্যাপী ‘জুলাই রিভাইভস’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্লাটফর্মের সংগঠকরা। 

রবিবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন প্লাটফর্মটির অন্যতম সংগঠক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ।

মোসাদ্দেক বলেন, ‘আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনগড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি। এ পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করতে আমরা আগামী ২ সপ্তাহের জন্য জুলাই রিভাইভস কর্মসূচির ঘোষণা করছি।’

ঘোষিত এ কর্মসূচির আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ‘শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ, অনলাইন-অফলাইন প্রচার-প্রচারণা, দেয়াল লিখন’ শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতারা।

এসময় ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাহউদ্দিন আম্মার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাসুদ রানা, ঢাকা কলেজের ইব্রাহিম খলিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তাহমিদ হুজাইফাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরিফ জাওয়াদ/মাহফুজ

 

মিডিয়া পার্টনার খবরের কাগজ ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালের পর্দা নামছে বৃহস্পতিবার

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পিএম
ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালের পর্দা নামছে বৃহস্পতিবার
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফেস্টিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) উদ্যোগে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্ট বৃহস্পতিবার (১৭ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। সমাপনী দিনে রয়েছে অন্তবিশ্ববিদ্যালয় ও আন্তবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। এরপর পুরস্কার বিতরণীর মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফেস্টিভালের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চাকে উদ্বুদ্ধ করতে কুইজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশ-বিদেশের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধরে রাখতে এই ফেস্ট কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করি।’

কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহাম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের মডারেটর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসার উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’। ২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের মাধ্যমে জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয় আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল। এবারের কুইজ ফেস্টে আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় ১০০টি টিম, মেগা কুইজে ৩০টি টিম আর অন্তবিশ্ববিদ্যালয় কুইজে ৭০টি টিম অংশ নেয়। ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ফিলিপাইনসহ ১১টি দেশের প্রতিযোগীরা এই ফেস্টে ভাচুয়ালি অংশ নিচ্ছেন।

আরিফ জাওয়াদ/মাহফুজ

নতুন করে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
নতুন করে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের পর শুধু বহুনির্বাচনি পরীক্ষা নেবে এমন আবেদনের প্রেক্ষিতে সেটি মঞ্জুরের পর এবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগামী ১৭ মে শুধু ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুরা এ পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে একই ইউনিটের বিজ্ঞান ও মানবিক শাখা থেকে অংশ নেওয়া ভর্তিচ্ছুদের ফল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাবির অনলাইনে ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়, বলে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ থেকে জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় বহুনির্বাচনি আগামী ১৭ মে তারিখে বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে এবং আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ‘একাধিক ভুল থাকায় পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন করেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ‍তোলা হয়। ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলসহ ভর্তি পরীক্ষার ফল স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। 

এদিকে ১৩ এপ্রিল বিকেলে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে, সেটি মঞ্জুর করে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ।

/আরিফ জাওয়াদ/মাহফুজ

 

জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম
জুনের মধ্যে ডাকসু নির্বাচন চায় ছাত্র অধিকার পরিষদ
ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে সংবাদ সম্মেলনে জুনের মধ্যে নির্বাচনের দাবি জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। ছবি: খবরের কাগজ

মে মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের টাইম ফ্রেম এবং জুনের মধ্যে ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যে টাইমলাইনে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, মে মাসের প্রথমে নির্বাচন কমিশন গঠন এবং মাঝামাঝি ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু কবে ডাকসু নির্বাচন হবে এ নিয়ে কিছু বলা হয়নি। এটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংশয়, শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অতীতে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলে, পরবর্তী সময়ে একটি পর্যায়ে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, ৫ আগস্ট পরবর্তী যে কমিটমেন্ট সেই জায়গা থেকে কোনো অদৃশ্য শক্তিকে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’

ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দাবি জানিয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘এখন এপ্রিল চলছে, আগামী মে মাসের মধ্যে ডাকসু নির্বাচনের মধ্যে টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং জুনের ভেতরে, কুরবানি ঈদের আগেই বিশ্ববিদ্যালয়ের একটি গ্রহণযোগ্য-প্রতিযোগিতা মূলক ডাকসু নির্বাচন দিতে হবে। নির্বাচন পূর্ববর্তী যেসব সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের সঙ্গে আমরা আছি। আশা করি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতিদ্রুত সংস্কার শেষে শিক্ষার্থী বান্ধব ডাকসু উপহার দেবেন। একই সঙ্গে যারা ডাকসুতে নির্বাচিত হবেন, তারা শিক্ষার্থীদের যে চাওয়া তার সঙ্গে মিল রেখে ডাকসুকে আরও বেশি ছাত্রবান্ধব হিসেবে গড়ে তুলবেন।’

এতে অন্যান্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক, সদস্যসচিব রাকিবুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) ডাকসু নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টাইমলাইন অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন এবং প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তবে তফসিল কবে ঘোষণা করা হবে এবং কবে নির্বাচন হবে, এ নিয়ে কিছুই উল্লেখ নেই ওই টাইমলাইনে।

আরিফ জওয়াদ/মাহফুজ

 

ঢাবিতে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল শুরু, মিডিয়া পার্টনার খবরের কাগজ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:১২ পিএম
ঢাবিতে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল শুরু, মিডিয়া পার্টনার খবরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।

বুধবার (১৬ এপ্রিল) এ প্রতিযোগিতা শুরু হচ্ছে। এবারের আসরে ১১ দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ‘প্রথম ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট-২০২৫’ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার।

ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কুইজ ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি আয়োজকদের।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে।’

দেশের বাইরের অংশগ্রহণকারীদের সম্পর্কে কুইজ সোসাইটির যোগাযোগ সম্পাদক মুসাররাত তাইয়্যেবা মুসকান বলেন, ‘ভারত, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ফিলিপাইনসহ মোট ১১টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিদেশি কুইজাররা ভার্চুয়ালি প্রতিযোগিতায় যুক্ত হবেন।’

অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনের পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্তঃ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেই সঙ্গে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুস্তফা রাফিদ, ছাত্র কল্যাণবিষয়ক সম্পাদক জয়নব আরা পাপড়ি এবং উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক মাইনুর জান্নাত রাবিনা।

ডিইউকিউএসের আন্তর্জাতিক কুইজ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’।

২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের দ্বারা জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।

কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে হিন্দুধর্ম অবমাননার অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: খবরের কাগজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে হিন্দুধর্মকে অবমাননা ও অশ্লীলভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ জানিয়ে অভিযুক্তের শাস্তি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন সনাতনী শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা এ অভিযোগপত্র জমা দেন। প্রক্টরের পর ভিসি বরাবরও অভিযোগপত্রের একটি কপি হস্তানতর করেন তারা।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী। তার নিজ জেলা চট্টগ্রাম। গতকাল ১৪ এপ্রিল সন্ধ্যায় তার পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বেশ আলোচনা-সমালোচনার তৈরি হয়। 

অভিযোগপত্র থেকে জানা যায়, ‘‌সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের (আব্দুর রহমান, আইন বিভাগ ১৮তম আবর্তন) এক শিক্ষার্থী লাগাতার সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) কটুক্তি করে যাচ্ছে। এর মধ্যে গতকালের (১৪ এপ্রিল) একটি পোস্টে সনাতন ধর্মকে মারাত্মকভাবে ঘৃণিত ভাষায় উপস্থাপন করা হয়েছে।’ 


এতে আরও বলা হয়, ‘হিন্দুধর্ম। ইটস রিকোয়াইর্স টু বি এগ্রেসিভলি রেপড, (গালি) ইন আ রুড ওয়ে। (গালি)। আবার (গালি)।’ এই বক্তব্য শুধু কুরুচিপূর্ণ নয়, বরং এটি আমাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান এবং ঘৃণিত করে। এই ধরনের বক্তব্য কোনো সভ্য সমাজ বা শিক্ষাঙ্গনে মেনে নেওয়া যায় না। এ ছাড়া সাইবার নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত একটি দণ্ডনীয় অপরাধ। যার সর্বোচ্চ শাস্তি হিসেবে বর্তমানে দুই বছর কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও সম্প্রীতির স্থান। এখানে এমন কোনো মত প্রকাশের সুযোগ থাকা উচিত নয় যা অন্যের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে।

অভিযোগপত্রে শিক্ষার্থীদের দাবি, উক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার পূর্বক দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ না করে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ এপ্রিল M A Hussain– এম এ হোসাইন নামক একটি পেইজে জ্বলন্ত আগুনের মধ্যে জীবন্ত ছাগলকে পুড়িয়ে ফেলার একটি ভিডিও শেয়ার করা হয়। সেটার ক্যাপশনে লিখা ছিল ‘জনশ্রুতি আছে, পৃথিবীর নিকৃষ্ট ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। একটা নিরীহ জীবন্ত প্রাণীকে এভাবে আগুনে পুড়ে মারার অধিকার কি কোনো ধর্মে আছে?’ 

পরবর্তীতে স্ক্রিনশটটি ছড়িয়ে পড়লে পোস্টটি ডিলিট করে ক্ষমা চেয়ে নতুন আরেকটি পোস্ট শেয়ার করেন। বর্তমানে অভিযুক্ত আবদুর রহমানের ফেসবুক একাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। 

আইন বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী সজীব বিশ্বাস বলেন, ‘আব্দুর রহমান যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী কিভাবে একটা ধর্মকে নিয়ে এমনভাবে গালি দিতে পারে? আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, বিগত বছরগুলাতে যেভাবে ধর্মকে অবমাননার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক স্থায়ীভাবে বহিষ্কার করেছে, এবারও যেন তার ব্যতিক্রম না ঘটে। তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। যেন পরবর্তীতে এমন ঘটনা না ঘটে।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবদুর রহমান বলেন, ‘আমি আমার বক্তব্য প্রক্টর অফিসে দিয়েছি।’

এ ব্যাপারে আইন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম বলেন, ‘আমি এই বিষয়ে অবগত নই। ঘটনা সম্পূর্ণ না জেনে আমি তো কোন বক্তব্য দিতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘আমরা অভিযোগপত্রটি পেয়েছি অভিযুক্ত শিক্ষার্থী যেহেতু আইন বিভাগের সেহেতু আমরা উক্ত বিভাগের বিভাগীয় প্রধানের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়টি শৃংখলা কমিটির কাছে হস্তান্তর করবো।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আমি অভিযোগপত্রটি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে ডেকে শোকজ করা হবে। তার লিখিত ব্যাখ্যা গ্রহণের পর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আতিকুর/তাওফিক/